অলিম্পিক্সের মঞ্চ অনেক সময়েই ক্রীড়াবিদদের জন্য নিষ্ঠুরতম হয়ে উঠতে পারে। যেমন হল ভারতের সবচেয়ে প্রতিশ্রুতিবান তীরন্দাজ ধীরজ বোম্মাদেবারার ক্ষেত্রেও। ভালো পারফরম্যান্স করার পরেও ছিটকে যেতে হল তাঁকে। রিকার্ভ আর্চারির ব্যক্তিগত বিভাগের রাউন্ড অফ ৩২-এর শুট-অফে ধীরজ ১০ স্কোর করার পরেও, ছিটকে গেলেন।
এর কারণটা কী?
দ্বিতীয় রাউন্ডে ২২ বছর বয়সী ধীরজ এবং তাঁর প্রতিপক্ষ একদা বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জেতা কানাডার এরিক পিটার্স পাঁচ সেটের পর পাঁচ পয়েন্ট নিয়ে টাই করেছিলেন। এর অর্থ হল যে, শুট-অফের উপর খেলার ফল নির্ভর করছিল। আর শুট-অফে ধীরজ এবং এরিক দুই তিরন্দাজই ১০ পয়েন্ট করে স্কোর করেন। তবে এরিকের শট তুলনায় ইনার-সার্কলের কাছে থাকায় তাঁকে জয়ী ঘোষণা করা হয়। ফলে তিরন্দাজিতে ছেলেদের ব্যক্তিগত বিভাগের রাউন্ড অফ ৩২ থেকে ছিটকে যেতে হয় ধীরজ বোম্মাদেবারাকে।
আরও পড়ুন: দেশের জন্য আর না… প্যারিসে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর ঘোষণা বোপান্নার
ওয়ার্ল্ড আর্চারি দ্বারা নির্ধারিত টাইয়ের নিয়ম বলা হয়েছে যে, ‘পৃথক শুট-অফগুলিতে, স্কোরের জন্য একটি একটি তীর মারা যাবে। যদি স্কোর (উভয় তীরন্দাজের) সমান হয়, তবে কেন্দ্রের সবচেয়ে কাছের তীরটিই টাইয়ের সমাধান করবে। দূরত্ব একই হলে, টাই সমাধান না হওয়া পর্যন্ত ধারাবাহিক ভাবে শুট-অফ অনুষ্ঠিত হবে। শুট-অফের সময়সীমা ৪০ সেকেন্ড হবে।’
আরও পড়ুন: হতাশ করলেন রমিতা, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে হলেন সপ্তম
কিন্তু রিকার্ভ আর্চারি শুট-অফের অর্থ হল যে, উভয় তীরন্দাজ একই স্কোর করলে, ইনার-সার্কলের সবচেয়ে কাছে যে তীরন্দাজ তীর ছুঁড়বেন, তাঁকে জয়ী ঘোষণা করা হবে। ধীরজ বোম্মাদেবারা ১০ স্কোর করেছিলেন। তবে, পিটার্সও একই স্কোর করেন। কিন্তু পিটার্সের তুলনায় ধীরজের তীর ২.৪ সেন্টিমিটার দূরে ছিল। যে কারণে ধীরজ ১০ মেরেও ছিটকে যান, আর পিটার্স পরের রাউন্ডে পৌঁছে যান।
আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতেন, রাতে শুধু ঘুমোতে বাড়ি ফিরতেন… উচ্ছ্বসিত মনু ভাকেরের বাবা-মা
এই ম্যাচে দুরন্ত ছন্দে ছিলেন ধীরাজ বোম্মাদেবারা। এক পর্যায়ে, তিনি ১০ করে পরপর ছ'টি তীর মারেন। যাইহোক, তাঁর কানাডিয়ান প্রতিপক্ষও সমান ভাবে টক্কর দেন। পিটার্সও টানা ছয়টি ১০ মারেন এবং তার পর শুট-অফে ইনার-সার্কলের কাছে মেরে বাজিমাত করেন। ভালো লড়াই করেও, ছিটকে যেতে হয় ধীরজকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।