শুরু হয়ে গিয়েছে আইএসএল। আগামীকাল অর্থাৎ শনিবার আইএসএল অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের প্রধান প্রতিপক্ষ পঞ্জাব এফসি। খেলা শুরু হবে রাত ৮টার সময়। আর শেষ হবে ৯টা ৪৫ মিনিটে। বহু দূর দূর থেকে সমর্থকরা আসবেন এই খেলা দেখতে। কিন্তু পৌনে দশটা মানে বেশ অনেকটাই রাত। খেলা শেষ করে বেরোতে বেরোতে সমর্থকদের লেগে যাবে আরও বেশ কিছুটা সময়। কিন্তু সবাই কি বাড়ি ফেরার জন্য গাড়ি পান? হয়তো অনেকেই অসুবিধার মধ্যে পড়েছেন। কিন্তু এবার আর ভয় পাওয়ার কোনও কারণ নেই। সমর্থকদের যাতে কোনও রকম সমস্যা না হয়, সেই জন্য এগিয়ে এলেন মোহনবাগান কর্তারা।
এবছর যেসব সমর্থকেরা দূরদূরান্ত থেকেই আসবেন তাদের জন্য পরিবহন ব্যবস্থার সুনিশ্চিত করতে এগিয়ে এসেছে ক্লাব কর্তারা। আজ অর্থাৎ শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়ে দেয় সবুজ-মেরুন। এছাড়াও তারা পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে একটি চিঠিও দিয়েছেন। কলকাতার রাস্তায় অনেক জায়গাতেই রাত করে বাস পাওয়া যায় না। আর খেলাটা যখন যুবভারতীতে হচ্ছে তখন যাতে কোনও সমস্যা না হয় সেদিকেই নজর রাখছে মোহনবাগান ক্লাব। তারা চাইছে তাদের সমর্থকরা ভালোভাবে যাতে খেলা দেখে বাড়ি ফিরতে পারে।
মোহনবাগানের তরফ থেকে আবেদন করা হয়েছে উল্টোডাঙা থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত যেন চারটে বাস বেশি দেওয়া হয়। সায়েন্স সিটি থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত অতিরিক্ত দুটি বাস যাতে দেওয়া হয়। শিয়ালদহ থেকে সল্টলেক স্টেডিয়াম ও ধর্মতলা থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত যাতে অতিরিক্ত দুটি বাস দেওয়া হয়। পরিবহন ব্যবস্থা বলতে শুরু বাসই নয় মেট্রো জন্য আবেদন করেছেন তারা। ইতিমধ্যেই ক্লাবের স্পোর্টস ডিরেক্টর বিনয় চোপড়া একটি চিঠি দিয়েছেন। তিনি সেই চিঠিতে মেট্রো কর্তৃপক্ষকে তিনটি বিশেষ ট্রেন চালানোর জন্য আবেদন করেছেন।
রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষ সবুজ-মেরুন দলের আবেদনে হয়তো সাড়া দিতে পারেন এই আশায় রাখছে তারা। ২৭ সেপ্টেম্বর মোহনবাগান আবারও যুবভারতীতে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে। তখনও যাতে সমর্থকরা এই সুযোগ-সুবিধা সেই আশাও রাখছেন মোহনবাগান ক্লাব। কলকাতায় যখন কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বা আইপিএল হয়, তখন রাজ্য সরকার অতিরিক্ত বাস চালায়। অতিরিক্ত মেট্রো এবং লোকাল ট্রেনও থাকে। ফলে সমর্থকদের বাড়ি ফিরতে কোনও রকম সমস্যা হয় না। এবার সেই পথেই হাঁটল মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।