বিরোধী ইন্ডিয়া ব্লককে শুরু থেকেই আক্রমণ শানিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বিরোধী জোটের নামের জেরে দেশের 'নাম বদল' নিয়েও রাজনীতি করেছে বিজেপি। এই আবহে বিরোধী জোটকে 'সত্যিকারের চ্য়ালেঞ্জ' বলে আখ্যা দিলেন মোদী মন্ত্রিসভর গুরুত্বপূর্ণ সদস্য ধর্মেন্দ্র প্রধান।