Tripura Bypoll Results: গেরুয়ায় মুছল লাল, ত্রিপুরার উপনির্বাচনে কারচুপির অভিযোগের মাঝে ফুটল পদ্ম, ২টি আসনেই জয়ী বিজেপি Updated: 08 Sep 2023, 12:28 PM IST Abhijit Chowdhury আজ ত্রিপুরার দুই বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হল। দু'টি আসনেই অনায়াসে বিজেপি জয়ী হয়েছে। এর মধ্যে একটি আসন এর আগে বামেরা জিতেছিল। তা ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। অপর আসনটি বিজেপির দখলেই ছিল। তা ধরে রাখতে সক্ষম হয়েছে তারা।