বাংলা নিউজ >
ছবিঘর > Arpita Mukherjee Property: টালিগঞ্জ, বেলঘড়িয়ার ফ্ল্যাট বাদে অর্পিতার একাধিক সম্পত্তিতে হানা ED-র, মিলল কী?
Arpita Mukherjee Property: টালিগঞ্জ, বেলঘড়িয়ার ফ্ল্যাট বাদে অর্পিতার একাধিক সম্পত্তিতে হানা ED-র, মিলল কী?
Updated: 30 Jul 2022, 11:22 AM IST Abhijit Chowdhury
গোটা ঘটনার সূত্রপাত ২১ জুলাই। সেদিন পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা বাড়িতে পৌঁছান ইডি কর্তারা। পাশাপাশি ১৫টি জায়গায় একযোগে চলে তল্লাশি। তল্লাশি চলে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে। উদ্ধার হয়েছিল ২১ কোটি ৯০ লাখ নগদ টাকা। প্রায় ৫৪ লাখ টাকার বিদেশি মুদ্রা, সোনার গয়নাও উদ্ধার হয় সেই ফ্ল্যাট থেকে।