Speaker bowing down to PM Modi: মাথানত করে মোদীর সঙ্গে হাত মেলালেন, আমার বেলায় সোজা ছিলেন, স্পিকারকে বললেন রাহুল Updated: 02 Jul 2024, 08:50 AM IST Ayan Das প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে কেন মাথানত করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা? প্রশ্ন তুললেন লোকসভার বিরোধী দলের নেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি দাবি করলেন, লোকসভায় স্পিকারই শেষ কথা বলেন। তাই কারও সামনে তাঁর মাথানত করা উচিত নয়।