SA vs IND, 1st Test: ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা দশের মধ্যে থাকবে রাহুলের এই শতরান- মুগ্ধ কিংবদন্তি Updated: 27 Dec 2023, 07:46 PM IST Tania Roy দু’বছর আগে শেষ বার সেঞ্চুরিয়নে এই মাঠেই শতরান করেছিলেন লোকেশ রাহুল। সেই ম্যাচ জিতেছিল ভারত। চলতি সিরিজের প্রথম টেস্টে সেই সেঞ্চুরিয়নেই ফের শতরান করলেন রাহুল। তাঁর সাবলীল সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকেট মহল।