বুধবারই লোকসভায় পাশ হয়েছে তিনটি ফৌজদারি বিল। রাজ্যসভাতেও বিনা বাধায় পাশ হয়ে যাবে এই তিনটি বিল। এরপরই পুরনো আইপিসি এবং সিআরপিসির বদলে যাবে। দেশে কার্যকর হবে নয়া বিচার ব্যবস্থা। এই আবহে জল্পনা শুরু হয়েছে, গোটা সংবিধানই কি বদলে ফেলবে মোদী সরকার? এই নিয়ে এবার মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী।