মুলতান টেস্টে দুরন্ত ট্রিপল সেঞ্চুরি করলেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের ওডিআই দলের হয়ে অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত পারফরমেনস ছিল তাঁর। কেন তাঁকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল, সেটাই আরও একবার প্রমাণ করে দিলেন ব্রুক। করলেন নিজের প্রথম ত্রিশতরান। মুলতান টেস্টে তাঁর ব্যাট থেকে এল ৩১৭ রান, তাও মাত্র ৩২২ বলে।