ছবির শেষে ‘বসন্তী’-কে পাবেন বলেই ‘ঠাকুর’ থেকে ‘বীরু’ হয়েছিলেন ধর্মেন্দ্র! Updated: 15 Aug 2021, 05:22 PM IST Rahul Majumder ১৯৭৫ সালে ১৫ অগস্ট মুক্তি পেয়েছিল 'শোলে'। বাকিটুকু ইতিহাস। হিন্দি ছবির ইতিহাসে 'সেরার সেরা' তকমা পাওয়া এই ছবি চলতি বছর পা দিল ৪৬ বছরে। রইল পর্দার ওপারের 'শোলে'-র নানান অজানা, মজার গল্প।