Asian Games Medal Tally: কুস্তির হতাশা মুছল হকি, পদক দিল আর্চারি-ব্রিজ, আজ এশিয়াডে কতগুলি মেডেল জিতল ভারত? Updated: 06 Oct 2023, 09:35 PM IST Prosenjit Chaki দিনের শেষে কিছুটা হলেও স্বস্তি মিলেছে এশিয়ান গেমসে। কুস্তিতে ভারত এদিন সেই ভাবে পারফরম্যান্স করতে না পারলেও হকিতে সোনা জিতেছে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ভারতীয় হকি দল অলিম্পিক্সে ছাড়পত্র পেয়ে গিয়েছে।