Gehlot's OSD on Sachin: পাইলটের গতিবিধিতে নজরদারি ছিল গেহলট সরকারের, ট্র্যাক হয়েছে ফোন, ভোট মিটতেই দাবি অশোকের OSDর Updated: 06 Dec 2023, 07:51 AM IST Sritama Mitra বিস্ফোরক দাবিতে লোকেশ শর্মা বলছেন, ‘আমরা ক্রমাগত পাইলট এবং তাঁর সাথে যুক্ত ব্যক্তিদের এবং তাঁদের মিটিংগুলির উপর নজর রাখছিলাম। তাঁকে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়।'