ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ নিশিকান্ত দুবে বুধবার ২০২৪ সালে দেশের নির্বাচন সম্পর্কে মেটার সিইও মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনাকে ‘ভারতের নাগরিকদের জয়’ বলে অভিহিত করেছেন।
এক্স-এ একটি পোস্টে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন যে মেটা অবশেষে জুকারবার্গের 'ভুলের' জন্য ক্ষমা চেয়েছে।
তিনি বলেন, ভারতীয় সংসদ ও সরকারের ১৪০ কোটি মানুষের আশীর্বাদ ও আস্থা রয়েছে। @Meta অবশেষে নিজের ভুলের জন্য তাঁদের নিয়োজিত ভারতীয় আধিকারিক ক্ষমা চাইলেন। এই জয় ভারতের সাধারণ নাগরিকদের। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী @narendramodi করে জনগণ দেশের শক্তিশালী নেতৃত্বকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, 'এখন এ বিষয়ে আমাদের কমিটির দায়িত্ব শেষ। আমরা ভবিষ্যতে অন্যান্য ইস্যুতে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলিকে কল করব। …জয় সংসদ, জয় ভারত।
মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল মঙ্গলবার রাতে তার সিইও মার্ক জুকারবার্গের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।
মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল ১৪ জানুয়ারি মঙ্গলবার এক্স-এ একটি পোস্টে লিখেছেন, 'মার্কের পর্যবেক্ষণ যে অনেক ক্ষমতাসীন দল ২০২৪ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়নি তা বেশ কয়েকটি দেশের জন্য সত্য, তবে ভারতের জন্য নয়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।