এক মিনিটেরও কম সময়ে যন্ত্রণাহীন শান্তির মৃত্যু! এমনই যন্ত্র আবিষ্কার করেছিল সুইৎজারল্যান্ডের ‘এগজিট ইন্টারন্যাশনাল’ নামে একটি সংস্থা। যাতে সহজেই আত্মহত্যা করা যায়। গোলাকার কফিন আকৃতির এই যন্ত্রের নাম ‘সারকো পড ক্যাপসুল’। সেই যন্ত্র ব্যবহার করেই প্রথম আত্মহত্যা করলেন একজন মার্কিন মহিলা। সুইৎজারল্যান্ডে তিনি আত্মহত্যা করেছেন। এই মৃত্যুর ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: কাজের চাপ সামলাতে পারেননি, নিজেকে বৈদ্যুতিক শক দিয়ে আত্মঘাতী ইঞ্জিনিয়ার
এক্সিট ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে, ৬৪ বছর বয়সি মার্কিন মহিলা সোমবার বিকেলে ওই যন্ত্রের পোর্টেবল থ্রিডি-প্রিন্টেড চেম্বারে নিজের জীবন শেষ করেন। মহিলার পরিচয় গোপন রাখা হয়েছে। জানা গিয়েছে, সুইৎজারল্যান্ড এবং জার্মানির সীমান্তের কাছে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। এক্সিট ইন্টারন্যাশনাল দাবি করেছে, মহিলাটি গুরুতর রোগে ভুগছিলেন। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। উল্লেখ্য, সুইৎজারল্যান্ডই একমাত্র দেশ যেখানে আত্মহত্যায় বৈধতা রয়েছে। বাইরে থেকে কেউ আত্মহত্যায় সাহায্যও করতে পারে। যদিও, সুইৎজারল্যান্ডের প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, যে বিতর্কিত পড ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়নি।
এক্সিট ইন্টারন্যাশনালের সুইস অ্যাফিলিয়েট ‘দ্য লাস্ট রিসোর্ট’-র সহ-সভাপতি ফ্লোরিয়ান উইলেট মহিলার মৃত্যু নিজের চোখে দেখেছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তাঁরা মহিলার এই মৃত্যুকে শান্তিপূর্ণ, দ্রুত এবং মর্যাদাপূর্ণ বলে উল্লেখ করেছেন।