সম্প্রতি মার্কিন মুলুকে জর্জ সোরোসকে 'ইউএস মেডেল অফ ফ্রিডম' দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ঘটনার উল্লেখ করে আগের ইউপিএ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। তাঁর অভিযোগ, ইউপিএ জমানায় তাঁকে পদ্ম সম্মানের জন্যে মনোনীত করা হয়েছিল। সেই সময় তাঁর থেকে ১ কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল। তিনি সেটা অস্বীকার করায় তাঁকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়নি। বরং তাঁর বদলে এক ঋণ খেলাপিকে সেই সম্মানে ভূষিত করেছিল তৎকালীন সরকার। (আরও পড়ুন: ভোররাতে ধস্তাধস্তি, প্রশান্ত কিশোরকে তুলে নিয়ে গেল পুলিশ, দেখুন ভিডিয়ো)
আরও পড়ুন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি মানবে না ইউনুস সরকার? বাংলাদেশে এবার হবে কী?
নিজের পোস্টে রাজীব চন্দ্রশেখর লেখেন, 'জর্জ সোরোসকে ইউএস মেডেল অফ ফ্রিডম পেতে দেখে আমার ইউপিএ জমানার পদ্ম সম্মানের কথা মনে পড়ে গেল। টেলিকম জগতে আমার কাজের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে আমার নাম প্রস্তাব করা হয়েছিল পদ্ম সম্মানের জন্যে। সেই সময় আমার থেকে ১ কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল। তবে আমি তা দিইনি। পরে ইউপিএ সরকার আমাকে সম্মানিত না করে তার বদলে ব্যাঙ্ক ডিফল্টার চাটওয়ালকে পদ্ম সম্মানে ভূষিত করেছিল।' এই পোস্টের সঙ্গে রাজীব চন্দ্রশেখর একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের হাত থেকে সোরোসের হয়ে মেডেল অফ ফ্রিডম নিচ্ছেন তাঁর ছেলে অ্যালেক্স। (আরও পড়ুন: অনৈতিক ভাবে কাটা হচ্ছিল বেতন, বাংলাদেশে হিন্দু মহিলার প্রাণ কাড়ল 'কাজের চাপ')