'এক MLA, এক পেনশন' স্কিমের সূচনা! এর পেছনে যুক্তি কী? Updated: 14 Aug 2022, 11:58 PM IST Soumick Majumdar এর আগে, বিধায়করা তাঁদের প্রত্যেকের মেয়াদের জন্য আলাদা পেনশন পেতেন। নতুন স্কিমে কোনও বিধায়কের মেয়াদের উপর ভিত্তি করে তাঁর পেনশন নির্ধারণ করা হবে না। নয়া নিয়মের ফলে সরকার প্রায় ১৯ কোটি টাকা সাশ্রয় করতে পারে বলে জানা গিয়েছে।