লোকসভার স্পিকার কে হবেন? জাতীয় রাজনীতির অলিন্দে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এখন তো আর বিজেপি সরকার গড়ে ওঠেনি। দেশে এখন ক্ষমতাসীন এনডিএ সরকার। সুতরাং শরিকদের দাবি উঠছে এই পদের জন্য। তাই লোকসভার স্পিকার ঠিক করার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে আগামী ২৬ জুনের মধ্যে লোকসভার স্পিকার নির্বাচন করতে বলেছেন রাষ্ট্রপতি। তার উপর বাদল অধিবেশন হবে। তাই এটা করতে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে।
এদিকে আগামী ২২ জুলাই থেকে সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। সূত্রের খবর, ২২ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হয়ে সেটা চলতে পারে ৯ অগস্ট পর্যন্ত। বাদল অধিবেশন চলাকালীন এনডিএ সরকার ২০২৪–২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। যদিও কবে এই বাজেট পেশ করা হবে সেটা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে জুলাই মাসে বাজেট পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবারও জয়ী হয়েছেন ওম বিড়লা। কোটা লোকসভা আসন থেকে তিনি জয়ী হন। তাই ওম বিড়লাই স্পিকার হিসাবে কাজ চালিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: নির্বাচন মিটতেই পুরনো পদে ফিরলেন চার অফিসার, ডিজি পদে কবে ফিরবেন রাজীব কুমার?
অন্যদিকে এই বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। আগেও ওম বিড়লাই ছিলেন মোদী সরকারের নির্বাচিত লোকসভার স্পিকার। এবারও তিনি থাকবেন ওই পদে ধরে নেওয়া হচ্ছে। যদিও চন্দ্রবাবু নাইডুর দলের পক্ষ থেকে এই পদ দাবি করা হয়েছে বলে সূত্রের খবর। আর তার ফলেই একটা দড়ি টানাটানির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে এখন দেখার তৃতীয়বারের সরকারে ওম বিড়লা স্পিকার হতে পারেন কিনা। ১২ জুন তৃতীয়বারের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারামন। নির্মলাই দেশের প্রথম অর্থমন্ত্রী হবেন যিনি টানা সপ্তমবার বাজেট পেশ করবেন। সেখানে স্পিকার থাকা অত্যন্ত জরুরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্দেশ অনুযায়ী সেটা ২৬ জুন তারিখের মধ্যে ঠিক হয় কিনা সেটাও দেখার বিষয়।