মার্কিন যুক্তরাষ্ট্রে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ভারতীয় তরুণী। তার ফলে ১০ দিন ধরে কোমায় রয়েছেন নীলম শিন্ডে নামে ওই ছাত্রী। এই অবস্থায় মেয়েকে দেখতে আমেরিকার হাসপাতালে যেতে চাইছেন নীলমের বাবা-মা। তবে তাঁরা ভিসা পেতে গিয়ে সমস্যায় পড়েছেন। এখন ভিসা পেতে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছেন তরুণীর বাবা-মা। ইতিমধ্যেই সেই আবেদন সাড়া দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আমেরিকার মোট পাঁচভাগের একভাগ H-1B ভিসাই রয়েছে ভারতীয় সংস্থাগুলির কাছে: রিপোর্ট
সংবাদংসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, নীলম শিন্ডে মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা। পড়াশোনার সূত্রে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। তবে গত ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় চারচাকা গাড়ির ধাক্কায় তিনি গুরুতরভাবে আহত হন। মাথায় গুরুতর চোট পাওয়ার পাশাপাশি তাঁর হাত ও পা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর আর তাঁর জ্ঞান ফেরেনি। তিনি ১০ দিন ধরে কোমায় রয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় গাড়ি চালককে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।
তবে সমস্যা দেখা দিয়েছে নীলমের বাবা মায়ের আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে। কারণ আমেরিকায় যেতে চাইলেও কিছুতেই ভিসা পাচ্ছেন না তাঁরা। ছাত্রীর বাবা তানাজি শিন্ডে বলেন, ঘটনার দুদিন পর ১৬ ফেব্রুয়ারি তাঁর পরিবার দুর্ঘটনার কথা জানতে পারে। তিনি বলেন, ‘হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা বলছেন একটি বড় দুর্ঘটনা ঘটেছে। তখন থেকেই ভিসা পাওয়ার চেষ্টা করছি। কিন্তু পাচ্ছি না।’ মেয়েটির বাবা আরও জানান, যে হাসপাতাল নীলমের অস্ত্রোপচারের জন্য তাঁদের অনুমতি নিয়েছে। তাঁর কথায়, ‘আমাদের মেয়ে এখন কোমায় আছে। আমাদের সেখানে থাকা দরকার।’