উত্তর প্রদেশের বাগপাটে এক ধর্মীয় সভা চলাকালীন ঘটে গেল বড়সড় বিপত্তি। সেখানে জৈনদের একটি ধর্মীয় উৎসব চলাকালীন আচমকা ভেঙে পড়ে মঞ্চ। তার জেরে মৃত্যু হয়েছে ৭ জনের। আহত হয়েছেন ৪০ জন। আহতদের মধ্যে বহু শিশু ও মহিলা রয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, উত্তর প্রদেশের বাগপাটের ওই মঞ্চটি বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হয়েছিল। সেখানে শতাধিক মানুষ ঈশ্বর আদিনাথের প্রার্থনায় উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আদিনাথকে লাড্ডু অর্পণ করার রীতি রয়েছে। সেই উপলক্ষ্যেই এই বিপুল জনসমাগম। জৈন সন্ন্যাসীদের উপস্থিতিতে চলছিল এই উৎসব। তখনই বিপত্তি ঘটে। প্রাথমিকভাবে ওজনের ভারে এই অস্থায়ী স্টেজ ভেঙে পড়ে যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে, এই সমারোহ ঘিরে আগে থেকেই বহু সংখ্য়ক অ্যাম্বুলেন্স উপস্থিত ছিল, আহতদের সেই অ্যাম্বুলেন্সে করেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বাগপাটের জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল জানান, ‘এই অনুষ্ঠান গত ৩০ বছর ধরে আয়োজিত হয়। ৪০ জন এতে আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। ২০ জনকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে।’ জানা গিয়েছে, জৈন সম্প্রদায়ের এই লাড্ডু মহোৎসব ঘিরে বহু বছর ধরেই এক বিশেষ আয়োজন করা হয়। সেখানে বহু মানুষের সমাগম হয়। আজকের ঘটনায় প্রাথমিকভাবে ২০ জনের অসুস্থতার খবর আসলেও, পরে জানা গিয়েছে, ৪০ জন আহত হয়েছেন ঘটনায়।
( Bangladesh Border:শুধু ফসল নয়, এপারের গরু-ছাগল নিয়েও পালাচ্ছে বাংলাদেশিরা!‘BSFর সঙ্গে আছি’, রাত জাগছেন শুকদেবপুরের মানুষ)
(India China:চালু হচ্ছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা! চলতি বছরে কৈলাস মানসরোবর যাত্রা শুরু, বহু বিষয়ে সহমত দিল্লি-বেজিং )
( Budh Gochar in Kumbh Astrological Prediction: মকর সহ একঝাঁক রাশির সুসময় শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি থেকে, কেন জানেন?)
( Budh Gochar in Kumbh Astrological Prediction: মকর সহ একঝাঁক রাশির সুসময় শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি থেকে, কেন জানেন?)
এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাফ নির্দেশ গিয়েছে, ৪০ জনের চিকিৎসার সুবন্দোবস্ত নিশ্চিত করতে। তাঁদের চিকিৎসায় যেন কোনও খামতি না থাকে তার বার্তা দিয়েছেন আদিত্যনাথ। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্যের বার্তা দিয়েছেন।