কিছুদিন আগেই একটি খবরে উঠে আসে, ৫৩ বছর পর পাকিস্তানের সেনা প্রবেশ করবে বাংলাদেশে। রিপোর্টের দাবি ছিল, বাংলাদেশের সেনাকে প্রশিক্ষণ দেবে পাকিস্তানের সেনা। উল্লেখ্য, সেই খবর ঘিরে বহু জায়গাতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উঠতে থাকে। এদিকে, পাকিস্তানের জাহাজের বাংলাদেশে সদ্য আসা, পাক ব্যবসায়ীদের প্রতিনিধি দলের ঢাকায় পা রাখা সহ একাধিক অধ্যায় ঘিরে ইউনুসের বাংলাদেশের পাক-সখ্যতার নানান খবর উঠে আসতে শুরু করেছে। এরই মাঝে ‘টিভি ১৮’কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম।
এই সাক্ষাৎকারে শফিকুল আলম জানিয়েছেন, পাকিস্তানের সেনাকে বাংলাদেশে অনুমতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই ঢাকার। তবে সার্ক নিয়ে তিনি মহম্মদ ইউনুসের অবস্থান স্পষ্ট করেছেন। ওই সাক্ষাৎকারে শফিকুল ইসলাম বলেন,' ইউনুস সার্কের পুনরুজ্জীবন এবং সকল দেশের সাথে সুসম্পর্ক চান। আর সার্কভুক্ত সেই সকল দেশের মধ্যে পাকিস্তানও রয়েছে। এরই অংশ হিসেবে আমরা সুসম্পর্ক গড়ে তুলছি।' এরইসঙ্গে ইউনুসের সচিব বলেন, 'বাংলাদেশে পাকিস্তানি সেনাদের অনুমতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই।'
( Sheikh Hasina: হাসিনাকে ফেরত চাওয়ার উত্তর ‘এখনও’ আসেনি ভারত থেকে! মুজিবকন্যার ভিসার মেয়াদ দিল্লি বাড়াতেই বার্তা ঢাকার)
( Budh Gochar in Makar: জানুয়ারিতে বুধ যাচ্ছেন মকরে! মেষ, ধনু সহ কাদের সৌভাগ্যের দরজা খুলবে? রইল জ্যোতিষমত)
এদিকে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে শফিকুল আলমকে প্রশ্ন করা হয়। উল্লেখ্য, গত ৫ অগস্ট ২০২৪ এ পদচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা এসেছেন ভারতে। আর ভারতে তিনি পা রাখার পর সদ্য বাংলাদেশ গত ডিসেম্বরেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে আর্জি জানায়। যদিও আজই বাংলাদশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে যে চিঠি ভারতকে দেওয়া হয়েছিল তার উত্তর এখনও আসেনি। এদিকে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে শফিকুল ইসলাম ওই সাক্ষাৎকারে বলেন,' আমরা আশা করছি ভারত সাড়া দেবে'। উল্লেখ্য, শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। শফিকুল ইসলাম বলছেন,' তিনি (শেখ হাসিনা) হত্যা এবং জোরপূর্বক গুম করার জন্য ওয়ান্টেড। দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা ইত্যাদির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর শাসন, ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, হত্যা এবং মারপিটের জন্য পরিচিত ছিল।'