মহাকুম্ভে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূণ্যস্নানও সেরেছেন। এবার এনিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তীব্র কটাক্ষ করেন। অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, গঙ্গাস্নান করলে দারিদ্রতা দূর হয় না। তিনি বলেন, কেবল ছবি তোলার জন্য বিজেপি নেতাদের মধ্য়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে খাড়গে জানিয়েছেন, তিনি কারো বিশ্বাসে আঘাত দিতে চান না।
খাড়গে বলেন, গঙ্গায় ডুব দিলে কি আর দারিদ্রতা দূর হয়? এতে কি আর পেট ভরে? তবে আমি কারোর আস্থা নিয়ে প্রশ্ন তুলতে চাই না। যদি কেউ খারপ ভাবেন তবে আমি ক্ষমা চাইছি। তবে একবার আমাকে বলুন, যদি একজন শিশু খিদের জ্বালায় মরতে থাকে, যদি স্কুলে যেতে না পারে, শ্রমিকরা তাদের বকেয়া না পান, আর এই মানুষগুলো এখন ডুব দেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন।
সেই সঙ্গেই কংগ্রেস নেতা জানিয়েছেন, ধর্মের নামে গরিবদের বঞ্চনা কোনওভাবেই মানব না। খাড়গে জানিয়েছেন, ওরা এত পাপ করেছেন যে শতবার জন্মানোর পরেও তাঁরা স্বর্গে যেতে পারবেন না।
বিজেপি নেতা সম্বিত পাত্র জানিয়েছেন, কোটি কোটি হিন্দুর ভাবাবেগের আঘাত করেছেন তিনি ( মল্লিকার্জুন খাড়গে)। গোটা বিশ্ব এই মহাকুম্ভের কথা বলছেন। আর ভারতের সবথেকে বড় দল এটা নিয়ে নানা কথা বলছে।মহাকুম্ভ নিয়ে কংগ্রেস সভাপতি যে সমস্ত কথা বলছেন তা অনেককেই কষ্ট দেবে। তিনি বলেছেন, গঙ্গায় স্নান করলে কি দারিদ্রতা দূর হবে? এতে কি মানুষ কাজ পাবেন? মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস দল, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীও কি একই কথা বলবেন অন্য ধর্ম সম্পর্কে? সনাতন ধর্ম সম্পর্কে এই ধরনের মন্তব্য করাটা লজ্জার।
সেই সঙ্গেই তিনি বলেন, রাহুল গান্ধী ও কংগ্রেসকে এই সনাতন বিরোধী চিন্তাভাবনার ব্যাখা দিতে হবে। রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর এনিয়ে ক্ষমা চাওয়া দরকার। সেই সব মানুষের কাছে ক্ষমা চাওয়া দরকার যাদের সনাতন ধর্মের প্রতি বিশ্বাস রয়েছে।
মধ্যপ্রদেশে একটা কর্মসূচিতে খাড়গে বলেন, আরএসএস বিজেপি পুরো দেশদ্রোহী। যদি আপনি দারিদ্রতা আর বেকারত্ব থেকে দূরে থাকতে চান তবে সংবিধানকে রক্ষা করুন, একতাবদ্ধ থাকুন।
১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। দেশ বিদেশ থেকে লাখ লাখ পূণ্যার্থী মহাকুম্ভে আসছেন। একেবারে স্রোতের মতো ভক্তরা আসছেন। দলে দলে তাঁরা আসছেন।
এদিকে মহাকুম্ভে অমিত শাহ আসার আগে থেকেই গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। চারদিক ঘিরে ফেলে বাহিনী। মূলত সুরক্ষার নানা দিকটা খতিয়ে দেখেন তারা।