হাতে আর চার দিন বাকি। তারপরই নতুন বছর ২০২৫। ইংরেজির এই নতুন বছরকে আলিঙ্গন করে নেবেন দেশের ৮ থেকে ৮০। কিন্তু যে বছরটিকে পিছনে ফেলে আসা হল তাতে দেশের বিখ্যাত ব্যক্তিত্ব কাদের হারাতে হয়েছে? এই প্রশ্ন ২০২৪ সালের শেষে উঠতে শুরু করেছে। কারণ একদিন আগেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে হারিয়েছে দেশবাসী। তাই শোকে এখন পাথর দেশের মানুষজন। কিন্তু এটা শুধু একটা ঘটনা নয়, ১০ জন দেশের বিশিষ্ট ব্যক্তিকে ২০২৪ সালে হারিয়েছে ভারত। যার কোনও বিকল্প হবে না।
কাদের হারাল এই দেশ? তারিখ ৯ জানুয়ারি ২০২৪। বছরের শুরুতে হারাতে হয়েছিল ওস্তাদ রশিদ খানকে। যার গানে মুগ্ধ ছিল গোটা দেশবাসী। দেশ–বিদেশে তাঁর গান বহুল সমাদৃত ছিল। আজও অনেকে শোনেন তাঁর বিখ্যাত সেসব গান। ভারতবাসী ভুলতে পারেনি। শুধু কেটে গিয়েছে সময়। আসছে নতুন বছরও। এরপরই সঙ্গীত জগতে আর একটি নক্ষত্রপতন ঘটে। তারিখটা ছিল—২৬ ফেব্রুয়ারি ২০২৪। ভারত হারিয়েছিল গজল সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাসকে। যার গজল গান মাতিয়ে রেখেছিল দেশবাসীকে। দেশের জন্য তাঁর সৃষ্টি রয়ে গিয়েছে আজও। শুধু সময় কেটেছে ঘড়ির কাঁটা সরে সরে।
আরও পড়ুন: বাংলার বাড়ি নিয়ে কোনও অভিযোগ আছে? জানাতে পারেন নতুন টোল ফ্রি নম্বরে
আর কাদের হারাতে হল? এই পর পর নক্ষত্রপতন নিয়ে দেশবাসী যখন শোকাহত তখন একটু নিঃশ্বাস নেওয়ার সময় এল। কিন্তু সেটা সম্পূর্ণ হওয়ার আগে আবার ধাক্কা খেল দেশ। দু’মাস কাটতেই খারাপ খবর এল জাতীয় রাজনীতির অলিন্দে। ২০২৪ সালের ১৩ মে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী প্রয়াত হলেন। যিনি বিহার শুধু নয় গোটা দেশের কাছে জনপ্রিয় ছিলেন। দেশের সেবায় নানা কাজ করেছেন। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবার ঝড় এল দেশে। রামোজি গ্রুপের চেয়ারম্যান তথা মিডিয়া ব্যারন রামোজি রাও প্রয়াত হলেন ২০২৪ সালের ৮ জুন। তাঁর হাত ধরেই গড়ে উঠেছিল রামোজি ফিল্ম সিটি। যা বৃহত্তম ফিল্ম সিটি। কঠিন জীবন সংগ্রাম করে হয়ে উঠে ছিলেন শিল্পপতি।