ইন্ডিয়া জোট কেন তৈরি হয়েছিল? আজ জাতীয় রাজনীতির অলিন্দে এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। কারণ এই ইন্ডিয়া জোটে থাকা দলগুলি এখন একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। কখনও তা পঞ্জাবে দেখা যাচ্ছে। আবার তা দিল্লির বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে। এটাই বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে এবং বিজেপি বিরোধী হয়ে লড়ার ক্ষেত্রে ভাল চিহ্ন নয়। কারণ এই ইন্ডিয়া জোটই বিজেপিকে ২৪০ আসনে নামিয়ে এনেছে। সেখানে অমর আবদুল্লা বলে বসেছেন, লোকসভা নির্বাচনে মিটে গিয়েছে। এই ইন্ডিয়া জোটের আর প্রয়োজন নেই। আজ, শনিবার সেটারই পাল্টা জবাব দিলেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি।
এদিকে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি মনে করেন, এই ইন্ডিয়া জোট তৈরি হওয়ার ফলে বেঁচে গিয়েছে গোটা দেশ। এটা আসলে ‘দেশের আত্মাকে রক্ষা করার রক্ষাকবচ’। এটা শুধু লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি হয়নি। আজ, শনিবার এই বার্তাই দিয়েছেন কংগ্রেস সাংসদ। আসলে সম্প্রতি শিবসেনার (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বলেছিলেন, ‘এই জোটকে ঐক্যবদ্ধ রাখতে কংগ্রেসের ভূমিকায় ঘাটতি রয়েছে। যা দেখা যাচ্ছে লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে। ওমর আবদুল্লা যা বলেছেন আমি তাঁর সঙ্গে সহমত। আমরা একসঙ্গে সবাই লোকসভা নির্বাচন লড়েছি। ভাল ফলাফলও হয়েছে। যদিও আমাদের এখন ঐক্যবদ্ধ দায়িত্ব, বিশেষ করে কংগ্রেসের, এই ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ রাখা। তালিকা তৈরি করে এগোনো উচিত। যাতে গতিটা ধরে রাখা যায়।’
আরও পড়ুন: একশো দিনের কাজের টাকা বন্ধ কেন? তিন বছরের জবাব চাইতে বিজেপি অফিসে গ্রামীণ শ্রমিকরা