সাধারণত কোনও কেসে দুর্নীতি ঘিরে ইডি ও সিবিআইকে তদন্তে নামতে দেখা যায়। এবার এক ইডি অফিসারকে খুঁজছে সিবিআই। ওই ইডি অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, ওই ইডি অফিসার সিমলায় কর্মরত ছিলেন। তবে আপাতত তিনি পলাতক বলে খবর।
এদিকে, দিল্লিতে ওই ইডি অফিসারের ভাই একটি পাবলিক সেক্টর ব্যাঙ্কে কর্মরত। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। তবে আপাতত ওই ইডি অফিসারের কোনও হদিশ মেলেনি বলে খবর। এদিকে, জানা গিয়েছে, ইডির অ্যাসিসটেন্ট ডিরেক্টর পদে ওই অফিসার ছিলেন। ‘ইন্ডিয়ার এক্সপ্রেস’র খবর অনুযায়ী, ওই ইডি অফিসারের বিরুদ্ধে ৫৪ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে, ওই ইডি অফিসারকে ঘিরে বিভিন্ন লোকেশনে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। সেখানে বিভিন্ন জায়গা থেকেও বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। এদিকে, ওই ইডি অফিসারকে না পেলেও, তাঁর ভাই, যিনি একটি পাবলিক সেক্টর ব্যাঙ্কে কর্মরত ম্যানেজার হিসাবে, তাঁকে হেফাজতে নিয়েছে সিবিআই।
( Tigress Zeenat Enters Bankura: ডেরা বদল বাঘিনীর! পুরুলিয়া ছেড়ে উইকেন্ডে বাঁকুড়ার মুকুটমণিপুরে জিনাত? তৎপরতায় বনদফতর)
( Baba Vanga Nostradamus prophecies 2025: বাবা ভাঙ্গা, নস্ট্রাদামুসের ২০২৫র ভবিষ্যদ্বাণীতে কোন ইঙ্গিত লুকিয়ে? কী ঘটতে পারে)