হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং দলের রাজ্য সভাপতি মোহন লাল বাদোলির সমালোচনা করায় রাজ্যের মন্ত্রী অনিল ভিজকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল বিজেপি। সোমবার বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে আম্বালা সেনানিবাসের সাতবারের বিধায়ক ৭১ বছর ভিজকে এই নোটিশ জারি করা হয়েছিল। এরজন্য তাঁকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। এবার শোকজ নোটিশের জবাব দিলেন রাজ্য পরিবহণ ও জ্বালানি মন্ত্রী অনিল ভিজ। তিন দিনের বেঙ্গালুরু সফর থেকে ফিরে আসার পরেই তিনি এর জবাব দেন। জানা গিয়েছে, একটি বন্ধ খামে এই জবাব পাঠিয়েছেন মন্ত্রী। তবে তিনি উত্তরে কী লিখেছেন সে বিষয়ে সাংবাদিকদের জানাতে চাননি।
আরও পড়ুন: দিল্লিতে জিতলেও পড়শি রাজ্যে ‘ফাটল’ BJP সরকারে? মন্ত্রীকে নোটিশ পাঠালেন সভাপতি
এদিন শোকজ নোটিশ নিয়ে প্রশ্ন তোলেন অনিল ভিজ। বিশেষ করে নোটিশের মতো একটি সংবেদনশীল নথি তাঁর কাছে পৌঁছানোর আগেই কীভাবে ফাঁস হয়ে গেল তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি এরজন্য তদন্ত করা দরকার বলে জানিয়ে দলের কাছে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। এদিন অনিল ভিজ বলেন, ‘আমি তিন দিন বেঙ্গালুরুতে ছিলাম। মঙ্গলবার রাতে আমি বাড়িতে পৌঁছে ঠান্ডা জলে স্নান করেছিলাম। রাতের খাবার খেয়েছিলাম এবং তারপর উত্তর লিখতে বসেছিলাম। উত্তর দেওয়ার জন্য তিন দিনের সময়সীমার একদিন আগে আমি সেটি পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম যে যদি আপনার অন্যান্য বিষয়েও কোনও ব্যাখ্যার প্রয়োজন হয়, আমি সেটা পাঠাতে পারি।’
উল্লেখ্য, মন্ত্রীকে শোকজ নোটিশে বলা হয়েছিল, ‘আপনি সম্প্রতি দলের রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। এগুলি গুরুতর অভিযোগ এবং দলের নীতি এবং অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থী। আমরা আশা করি আপনি তিন দিনের মধ্যে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দেবেন।’