মুস্কান শর্মা
একজন চাকরিপ্রার্থী দেরিতে ইন্টারভিউ দিতে এলে তাঁর চাকরিটা নাও হতে পারে। কিন্তু একজন ইন্টারভিউয়ারের যদি দেরি হয় তবে কী হতে পারে? রেডিটের এক পোস্টে একজন চাকরিপ্রার্থী জানান, তার ইন্টারভিউয়ার ৪৫ মিনিট দেরি করায় তিনি বিচলিত হয়ে পড়েন। এমনকী সেই
চাকরি তিনি নিতেও চাননি।