Gallantry Awards: কীর্তি চক্র পাচ্ছেন ৬, শৌর্য চক্র ১৫, বীরত্বের জন্য এবছর সম্মানিত হচ্ছেন মোট ৪১২
1 মিনিটে পড়ুন Updated: 26 Jan 2023, 07:33 AM ISTতালিকা অনুযায়ী, কীর্তি চক্র পুরস্কারপ্রাপ্তরা হলেন - মেজর শুভাং, নায়েক জিতেন্দ্র সিং, জম্মু ও কাশ্মীর পুলিশের সাব ইন্সপেক্টর দীপক ভরদ্বাজ, হেড কনস্টেবল সোধি নারায়ণ শ্রাবণ কাশ্যপ এবং কনস্টেবল রোহিত কুমার। জম্মু ও কাশ্মীর পুলিশের চার সদস্য এবার মরণোত্তর পুরস্কার পাচ্ছেন।
প্রতীকী ছবি - পিটিআই