২২ মার্চ থেকে শুরু হয়েছে ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচে গত মরশুমের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে। মাঠে অ্যাকশনের পাশাপাশি, সম্প্রচারকারীরা একটি তারকা-খচিত ধারাভাষ্য প্যানেলেরও জমজমাট আয়োজন করেছে। সেই প্যানেলে ছিলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ এবং সুরেশ রায়না। খেলায় নিজেদের বিশেষজ্ঞ বিশ্লেষণ যোগ করেছেন তাঁরা।
সবথেকে আকর্ষণীয় বিষয় হল এই লাইনআপে ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনপ্রিয়তা এবং শীর্ষ বলিউড তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ তিনি। আইপিএল ওপেনারের প্রাক-ম্যাচ কভারেজে অন্তর্ভুক্ত ছিলেন ওরি। সেখানেই শেহবাগের একটি মন্তব্য ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, যেখানে দেখা গিয়েছে শোয়ের হোস্ট ওরির হাতে একটি ক্রিকেট ব্যাট দিয়েছেন। এরপর..
আরও পড়ুন: Pottery Barn-এর মুখ দীপিকা, হোম ডেকর এই ব্র্যান্ডের জিনিসের দাম শুনলে চমকে উঠবেন
কী ঘটেছে-
ওরি: ‘এই স্যুটটা খুব দামী। এটা পরে খেলাধুলা করা যাবে না। কিন্তু পরে দেখাব’।
অ্যাঙ্কর: ‘আপনি আপনার প্রিয় সিগনেচার শট দেখাতে চান?’
শেহবাগ: ‘আমি মারলে ওকে বাইরে পাঠিয়ে দেব’, পালটা মন্তব্য করেছে শেহবাগ।
দেখুন ভিডিয়ো-