টলিউড ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস অনুযায়ী নাকি অভিনেতা সোহেল দত্তর সঙ্গে চুপি চুপি প্রেম করছেন কৃষ্ণকলি- বাংলা মিডিয়াম ধারাবাহিক খ্যাত অভিনেত্রী তিয়াসা লেপচা। যদিও এই বিষয়ে অভিনেত্রী মুখে কুলুপ এঁটে রেখেছেন। কিন্তু তাঁদের একত্রে হামেশাই রিল বানাতে, সময় কাটাতে দেখা যায়। এবার যে ফিসফাস এতদিন শোনা যাচ্ছিল তাতে পাকাপাকি সিলমোহর দিলেন তিনি?
তিয়াসার চমক
রবিবার বাংলা মিডিয়াম খ্যাত অভিনেত্রীকে একটি গাড়ির মধ্যে বসে পোজ দিতে দেখা যায়। তাঁর হাতে ধরা লাল রঙের হৃদয় শেপের একটি বেলুন। তাতে আবার লেখা 'আই লাভ ইউ।' এই বেলুনটিকে জড়িয়ে ধরে তিনি পোজ দিয়ে ছবি তুলে সেটাকে পোস্ট করে লেখেন, 'সপ্তাহান্তের উপহার।' যদিও কে সেই উপহার দিয়েছেন সেটা প্রকাশ্যে আনেননি তিনি। তবে সোজাসুজি না বলে এভাবেই ইঙ্গিত দিচ্ছেন যে তিনি প্রেমে পড়েছেন?
আরও পড়ুন: বিশেষ মানুষের থেকে আসছে ‘ইন্দিরা’র উপহার, পুজোর পরিকল্পনা কী তিয়াসার?
আরও পড়ুন: সুবানকে ডিভোর্স! তিয়াসার সঙ্গে প্রেম করছেন? জল্পনায় অবশেষে মুখ খুললেন সোহেল
প্রসঙ্গত তিয়াসা এর আগেও একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে পুজোর আগে বিশেষ মানুষের থেকে বিশেষ উপহার পাবেন তিনি। কিন্তু কে সেই বিশেষ মানুষ সেটা জানাননি। অন্যদিকে সোহেল কিন্তু প্রথম কলকাতাকে দেওয়া একটা সাক্ষাৎকারে স্পষ্টতই জানিয়েছেন তাঁরা কেবল বন্ধু। বহুদিনের ভালো বন্ধু। তিয়াসার পাশে তিনি সবসময় ছিলেন। এমনকি ডিভোর্সের সময়ও। তখন অভিনেত্রীকে কটাক্ষ শুনতে হলে তিনি রুখে দাঁড়ান তাঁর বিরুদ্ধে।