চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো-কমানোর মতো কঠিন চ্যালেঞ্জ নিতে হয় অভিনেতাদের। এ তালিকায় রয়েছেন আমির খান, রণদীপ হুডা-দের নাম। তবে এরকম আরও অনেকে আছেন যাদের কথা সেভাবে পৌঁছয় না সাধারণ মানুষের কাছে। আজ থাকল সেরকমই এক অভিনেতার গল্প। যিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন দর্শকদের কাছে। সেই অভিনেতার কিছু আইকনিক রোল নিয়ে চর্চা হয় এখনও চায়ের ঠেকে বা ফিল্মি বোদ্ধাদের আড্ডায়।
গান্ধী জয়ন্তীর উপলক্ষ্যে, শ্রদ্ধেয় মহাত্মা গান্ধীর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এই ছবি শেয়ার করে নিয়েছিলেন বোমান ইরানি। যাকে দর্শক থ্রি ইডিয়টসে দেখেছে প্রফেসর বীরু সহস্রবুদ্ধি হিসেবে। ফিরোজ খানের 'মহাত্মা ভার্সেস গান্ধী'-তে জাতির জনকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই চরিত্রের জন্য বোমানকে কমাতে হয়েছিল ৩০ কেজি ওজন। আরও পড়ুন: ২৭তম দিনে ন্যূনতম আয়! আমিরের দঙ্গল-এর কাছে হার মানছে শাহরুখের জওয়ান, কোন হিসেবে?
বোমান সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এটি গান্ধী জয়ন্তী। যাইহোক, আমাদের প্রতিদিন তাঁকে এবং তাঁর নীতিগুলি নিয়ে চিন্তা করা উচিত। ফিরোজ খানের 'মহাত্মা ভার্সেস গান্ধী' ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করার সৌভাগ্য আমার হয়েছিল। এই চরিত্রের জন্য ৩০ কেজি কমিয়েছিলাম, কিন্তু সারাজীবনের শিক্ষা লাভ করেছে। #গান্ধীজয়ন্তী’