দেখতে দেখতে দ্য সবরমতী রিপোর্ট ছবিটি মুক্তির পর ১৬ দিন কেটে গেল। প্রথম থেকেই বিক্রান্ত মাসে অভিনীত এই ছবিটির গতি বেশ শ্লথ বক্স অফিসে। তবুও টুকটুক করে প্রথম ১৬ দিনে ২৫ কোটির গণ্ডি টপকে গেল গোধরা ট্রেন দুর্ঘটনার উপর নির্মিত এই ছবিটি।
দ্য সবরমতী রিপোর্ট ছবিটির বক্স অফিস কালেকশন
তৃতীয় সপ্তাহটা বেশ পজিটিজ ভাবেই শুরু করল বিক্রান্ত মাসে অভিনীত দ্য সবরমতী রিপোর্ট ছবিটি। যদিও বক্স অফিসে ছবিটিকে একাধিক অন্যান্য ছবির থেকে বেশ কড়া প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে, তবুও উইকেন্ড আসতেই ফের বেশ অনেকটাই বেড়েছে ছবির আয়। জানা গিয়েছে তৃতীয় উইকেন্ডে ২ কোটি ১০ লাখ টাকার কালেকশন নিয়ে শুরু করেছে ছবিটি। আর ১৬ তম দিন অর্থাৎ ছবিটি মুক্তির তৃতীয় শনিবার বক্স অফিসে বিক্রান্তের ছবিটি বক্স অফিসে ১ কোটি ৯০ লাখ টাকার ব্যবসা করেছে। আর এতেই প্রথম মাইলস্টোন পেরিয়ে গেল ছবিটি। টপকে গেল ২৫ কোটির গণ্ডি।
বর্তমানে দ্য সবরমতী রিপোর্ট ছবিটি ভারতীয় বক্স অফিসে প্রায় ২৬ কোটি টাকা আয় করেছে বলেই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত একতা কাপুর প্রযোজিত ছবিটি ৩০ কোটি ৬৩ লাখ টাকা আয় করেছে বলেই জানা গিয়েছে।
এই বিষয়ে বলে রাখা ভালো, মুক্তি পাওয়ার পর থেকে মোটামুটি স্টেডি একটা আয় বজায় রেখেছে এখনও পর্যন্ত দ্য সবরমতী রিপোর্ট। প্রথম সপ্তাহে বক্স অফিসে ছবিটি ১১ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ কিছুটা কমলেও গোটা সপ্তাহ জুড়ে মোট ১০ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। গুজরাট, হরিয়ানা, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে ছবিটি ট্যাক্স ফ্রি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: পুরো 'মাম্মাস বয়'! মায়ের কোলে শুয়ে আদর খাচ্ছেন দেব, ছবি দিয়ে মৌসুমী অধিকারী কী লিখলেন?
আরও পড়ুন: কেবল গান নয়, বেঙ্গালুরুর কনসার্টে চালেয়ার হুক স্টেপে মঞ্চ কাঁপালেন অরিজিৎ!
দ্য সবরমতী রিপোর্ট ছবিটি প্রসঙ্গে
সবরমতী এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে দ্য সবরমতী রিপোর্ট। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি। গুজরাটের গোধরা রেলওয়ে স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের S6 কোচে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই সিনেমায় একজন হিন্দিভাষী সাংবাদিককে ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত, যিনি গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে সত্য ঘটনাটিকে সামনে আনার চেষ্টা করেছিলেন।