রবিবার দাদাগিরি ১০ এর মঞ্চ ছিল তারকাখচিত। এদিন সৌরভের সঙ্গে খেলতে এসেছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। সেখানেই কথা প্রসঙ্গে জয়জিতের ছেলের কথা ওঠা। তখনই সৌরভ তাঁর খুবই প্রশংসা করেন।
দাদাগিরি ১০ -এ জয়জিতের প্রশংসা সৌরভের
এদিন দাদাগিরিতে সৌরভ গঙ্গোপাধ্যায় জয়জিতের খুবই প্রশংসা করেন। জানান বাবা হিসেবে নাকি অভিনেতা খুবই ভালো। জি বাংলার তরফে সদ্যই রবিবারের পর্বের একটি ক্লিপ প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, 'জয়জিতের সেলফি দেখি ওর ছেলের সঙ্গে। ও ভীষণ ভালো বাবা। অনেক বার দেখেছি খালি ওরা বাবা ছেলে মিলে ঘুরতে গিয়েছে। এটা খুব ভালো।' এরপর তিনি নিজের প্রসঙ্গে টেনে আনেন। মেয়ের কথা তুলে সৌরভ বলেন, 'আমি সানার সঙ্গে এক দুবার গিয়েছি বেড়াতে। সে এক দারুণ অভিজ্ঞতা।'
আরও পড়ুন: সারা দুনিয়া শুধু নয়, বিধু বিনোদ চোপড়ার স্ত্রী ফিল্ম সমালোচক অনুপমাও বলেছিলেন ‘টুয়েলভথ ফেল’ সিনেমা হলে ফেল করবে!
আরও পড়ুন: 'আগে ছেলের কাজের ভুল ধরুক', অ্যানিম্যাল বিতর্কে জাভেদ আখতারকে পাল্টা জবাব পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার
এরপর জয়জিৎকে বলতে শোনা যায়, 'আসলে সব থেকে ভালো কী জানো তো, আমি আর ও (ওঁর ছেলে) দুজনেই খুব ইনডিসিপ্লিন্ড। যখন ইচ্ছে উঠব, যখন ইচ্ছে খাব।' এরপর নাম না করেই যেন মজা করে বউয়ের নামে নালিশ ঠুকলেন। বললেন, 'কেউ ঘ্যান ঘ্যান করার নেই। কানের কাছে কেউ বলার নেই যে এই খেতে যা, স্নানে যা, বাজার যা। এই আর কী!' অভিনেতার কথায় হেসে গড়িয়ে পড়েন দাদা।
আরও পড়ুন: 'ভারতের প্রতিনিধিত্ব করে আমি গর্বিত',গ্র্যামি জিতে উচ্ছ্বসিত শঙ্কর মহাদেবন, পুরস্কার উৎসর্গ করলেন কাকে
আরও পড়ুন: 'তেঁতুলের মধ্যে চিনি লাগিয়ে...' দিদি নম্বর ওয়ানে এসে রচনাকে এ কী খাওয়াতে চাইলেন গায়িকা সুস্বাতী!
কে কী বলছেন?
অনেকেই জয়জিতের ছেলের প্রশংসা করেছেন এই ভিডিয়োতে। এক ব্যক্তি আবার লেখেন, 'জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ভীষণ ভালো মানুষও।' কেউ আবার লেখেন, 'এদিনের পর্ব দারুণ উপভোগ করেছি।'