সদ্যই সাতপাকে বাঁধা পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রবি সাউ। গত ১২ মার্চ তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর স্ত্রীও কিন্তু বেশ পরিচিত। ব্যবসায়ী সুপ্রিয়া মন্ডলের বিষয়ে এই তথ্যগুলো না জানলে জেনে নিন।
আরও পড়ুন: সদ্যই হারিয়েছেন শাশুড়ি, দিদাকে, শোকের মাঝেই রং খেলায় মেতে উঠলেন হবু মা অহনা?
কে এই সুপ্রিয়া মন্ডল?
সুপ্রিয়া মন্ডল পেশায় একজন ব্যবসায়ী। আর্থ পটারি শপ নাম তাঁর ব্যবসার। মূলত মাটির জিনিস পাওয়া যায় সেখানে। এটা তো সুপ্রিয়ার পেশাগত পরিচয়। জানেন কি তিনি মিঠাই-খ্যাত আদৃত রায়ের প্রাক্তন প্রেমিকা? হ্যাঁ, একেবারেই তাই। দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিল তাঁদের। তাঁদের সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর সুপ্রিয়াকে হামেশাই মিঠাইয়ের সেটে দেখা যেত। এমনকি তাঁদের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। গড়ায়নি বিয়ে পর্যন্ত। মিঠাইয়ের উচ্ছেবাবু শেষ পর্যন্ত কৌশাম্বির গলায় মালা দেন।
আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে প্রথম দোল! রঙিন দিনে 'কমরেড' অনিন্দিতাকে খোলা চিঠি সুদীপের, কী লিখলেন?
আদৃতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অন্য আরও একটি সম্পর্কে জড়ান সুপ্রিয়া। বাগদান সেরে ফেলেন এক নেভি অফিসারের সঙ্গে। তাঁদের বাগদানের ছবিও প্রকাশ্যে এসেছিল। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। অবশেষে এদিন বিয়ের ছবি প্রকাশ্যে এনে চমকে দেন রবি এবং সুপ্রিয়া।
রবি এবং সুপ্রিয়ার বিয়ে
রবি নিজেই এদিন তাঁর বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন। অভিনেতাকে এদিন কমলা রঙের কুর্তা, প্যান্ট এবং পিচ রঙের কোটে একেবারে সাবেকি সাজেই দেখা গেল। অন্যদিকে তাঁর বেটার হাফের পরনে ছিল লাল লেহেঙ্গা। রবি এবং সুপ্রিয়াকে তাঁদের নতুন জীবন শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতার অনুরাগীরা। বাদ যাননি টলিউডের তারকারাও। অনামিকা চক্রবর্তী সহ অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। অনামিকা তাঁদের বিয়েতে উপস্থিতও ছিলেন।
আরও পড়ুন: রঙিন পরচুল পরে বাবা-মায়ের সঙ্গে রং খেলে রীতিমতো 'ভূত' দেব! রুক্মিণীও ছিলেন নাকি?
প্রসঙ্গত দর্শকরা রবিকে রাধা সহ একাধিক ধারাবাহিকে দেখেছেন। এছাড়া তিনি একান্নবর্তী, ফ্লাইওভার ইত্যাদি ছবিতেও কাজ করেছেন।