শুক্রবার চলতি মাসের ৭ তারিখ ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট'-এ করা বিতর্কিত মন্তব্যের অভিযোগে অসম পুলিশের সামনে হাজির হন। মহারাষ্ট্র সাইবার পুলিশ, মুম্বই পুলিশ এবং গুয়াহাটি পুলিশ রণবীরের বিতর্কিত মন্তব্যের তদন্ত করছে।
আরও পড়ুন: আর দেখা যাবে না ‘শৌর্য’কে! সত্যি বন্ধ হচ্ছে মিঠিঝোরা, সপ্তর্ষির পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে
বাবা-মায়ের যৌনতা সম্পর্কে রণবীরের কুরুচিকর মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। এর জন্য বেশ কয়েকটি এফআইআর করা হয়েছিল রণবীরের বিরুদ্ধে। তাছাড়াও মহারাষ্ট্র সাইবার পুলিশের সামনে রণবীর বলেছিলেন যে, এই মন্তব্য করে তিনি ভুল করেছেন।
আরও পড়ুন: কাশীর আদলে তৈরি এই সেটে প্রিয়াঙ্কা চোপড়া! এসএস রাজামৌলির নতুন সিনেমার ছবি ফাঁস
অন্যদিকে, 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট'-এ করা তাঁর আপত্তিকর মন্তব্যের জন্য তাঁকে এবং আর এক জনপ্রিয় ইউটিউবার অপূর্ব মুখিজাকে জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিত ভাবে ক্ষমা চাইতে হয়েছিল। শুক্রবার প্যানেল চেয়ারপারসন বিজয়া রাহাতকর এই কথা জানান।
আরও পড়ুন: ‘একাধিক বার প্রেমে পড়েছি, তাই…’! ‘দুই শালিক’-এর নন্দিনীর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে জবাব ‘সন্তু’ আরিয়ানের