কনসার্ট করতে এদেশে এসেছে ব্রিটিশ ব্র্যান্ড 'কোল্ডপ্লে'। শনি,রবি, সোম, মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পরপর ৩দিন রয়েছে 'কোল্ডপ্লে' কনসার্ট। শনিবারের পর রবিবারও সেই কনসার্টে উপচে পড়েছিল ভিড়। তবে শুধু মুম্বইয়ের শিল্পীরাই নয়, টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি রাজ-শুভশ্রীও হাজির ছিলেন কনসার্ট দেখতে। কনসার্ট থেকে কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন শুভশ্রী।
'কোল্ডপ্লে'-র কনসার্ট দেখতে যাওয়াকে স্বপ্নপূরণ বলেই উল্লেখ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইনস্টাস্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘কোল্ডপ্লে-র কনসার্ট দেখতে যাওয়াটা শুভশ্রীর কাছে স্বপ্নপূরণের মতো।’ শুভশ্রী জানান, এর আগে ২০১৫ সালে মুম্বইয়ে কনসার্ট করেছিল কোল্ডপ্লে। তবে সেবার তাঁরা যেতে পারেননি। তিনি এবং রাজ, দুজনেই কোল্ডপ্লে-র অনুরাগী। তাই এটা তাঁদের কাছে স্বপ্নপূরণের মতোই।
আরও পড়ুন-'ফাঁসিই চেয়েছিলাম, তবে সঞ্জয় একা তো দোষী নয়…', আরজি কর কাণ্ডের রায় নিয়ে মুখ খুললেন সোহম
আরও পড়ুন-রাতদুপুরে ফের একবার হামলাকারীকে নিয়ে সইফ আলি খানের বাড়িতে পুলিশ, ব্যাপার কী?