অ্যামাজন প্রাইম ভিডিয়োয় ‘পাতাল লোক’-এর দ্বিতীয় সিজন ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। বহুল প্রত্যাশিত এই সিরিজের হাত ধরে জয়দীপ আহলাওয়াতের 'হাতিরাম চৌধুরী' চরিত্রটি ফের আলাদা করে নজর কেড়েছে। দ্বিতীয় সিজন মুক্তির আগে, সিরিজের পরিচালক সুদীপ শর্মা ‘পাতাল লোক ২’ কীভাবে তৈরি হল সেই নেপথ্যের কাহিনী এইচটির সঙ্গে ভাগ করে নিয়েছে।
২০২২ সালে এই সিরিজের সিজন ১ মুক্তি পেয়েছিল। সেই সময় সিরিজটি বিরাট সাফল্যও পেয়েছিল। কিন্তু সুদীপ জানিয়েছে সিরিজের সিজন ২ প্রথম সিজনের ইতিবাচক নয় বরং নেতিবাচক দিক থেকে উঠে এসেছে।
এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি যখন প্রথম সিজনের দিকে যখন ফিরে তাকাই, তখন আমার চোখে কিছু সমস্যা ধরা পরে। আমার উদ্দেশ্য ছিল সাফল্যে আনন্দিত হওয়া নয়, বরং কীভাবে আমাদের কাজকে আরও ভালো করা যায় সেদিকে মন দেওয়া। তাই প্রথম সিজনে নানা অজুহাত থাকলেও। দ্বিতীয় সিজনে সেটা নেই।'
আরও পড়ুন: ভজনের অটোতেই হাসপাতালে গিয়েছিলেন সইফ! টাকা নয়, এই বিশেষ উপহার সে পেতে চায় নায়কের থেকে
প্রথম সিজনে নায়ক হাতিরাম চৌধুরীকে দিল্লির উচ্চবিত্ত জগতের অপরিচিত অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় সিজনে তাঁকে আরও বেশি অন্যরকম পরিবেশে লড়াই করতে দেখা গিয়েছে, আর সেই জায়গা হল নাগাল্যান্ড। এই প্রসঙ্গে সুদীপের মত, ‘এটা খুব সচেতন একটা সিদ্ধান্ত, কারণ আমরা আগের সিজনে যা করতে চেয়েছিলাম তার থেকে একটু লেভেল আপ করতে চেয়েছিলাম এই সিজনে। দর্শকরা চরিত্রটার জার্নি, তার পথে আসা বাধা, সেগুলো অতিক্রম করা দেখেতে বেশি পছন্দ করেন। সুতরাং, দ্বিতীয় সিজনেও যদি তাকে একই রকম বাধার মুখোমিখি পড়তে হয় তা নিশ্চয়ই দর্শকরা দেখতে পছন্দ করবেন না।’
নাগাল্যান্ডে কাজ প্রযোজক, পরিচালক এবং লেখকদের জন্য বেশ কঠিন। এই নিয়ে পরিচালক বলেন, ‘এটা আমাদের মাথায় ছিল যে, আমরা এই খুব সুন্দর জায়গার এবং সংস্কৃতির ক্ষতি করতে চাইনি। আমরা সেখানে গিয়ে ওখানকার মানুষদের সাহায্য নিয়েই এই সব কাজ করেছি।’
আরও পড়ুন: বন্ধুর বাগদানের অনুষ্ঠানে একসঙ্গে মালাইকা-অর্জুন! বিচ্ছেদ ভুলে ফের এক হচ্ছেন তাঁরা?
তাঁর মতে, ‘এটি আমার জন্য কিছুটা সহজ ছিল কারণ আমি আসামে বড় হয়েছি তাই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে আমার অনেক দিনের বন্ধন। অবশ্য নাগাল্যান্ডের প্রেক্ষাপট অনেকটাই আলাদা।’
সুদীপ আরও যোগ করেছেন যে পাতাল লোকের দ্বিতীয় সিজনে নাগাল্যান্ড বা নাগা জনগণকে প্রপস হিসাবে ব্যবহার করা হয়নি। তিনি বলেন, ‘এটা হাতিরামের গল্প। নাগাল্যান্ডের গল্প, আমি আশা করি দর্শকরা যখন সিজন ২ দেখবেন তখন তারা দেখতে পাবেন যে আমরা যে চরিত্রগুলি এনেছি তাঁরা হাতিরামের জীবনে অনেকটা গুরুত্ব রাখে।’