বছরের শুরুতে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ডিভোর্সের কারণে বেশ চর্চায় ছিলেন নাতাশা স্ট্যানকোভিচ। এমনকী, সেই সময় সোশ্যাল মিডিয়ায় বেশ কটাক্ষের মুখেই পড়তে হয় এই সুন্দরীকে। তবে এখন, সোশ্যাল মিডিয়ায় চর্চা নাতাশা নাকি হার্দিকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে, ডেটিং করছেন তাঁর বন্ধু আলেকজান্ডার অ্যালেক্সকে। সম্প্রতি মুম্বইতে প্রযোজক নিখিল দ্বিবেদীর দেওয়া একটি বলিউডি দিওয়ালি পার্টিতে যোগ দিলেন জুটিতে।
নাতাশা দিওয়ালি পার্টির জন্য বেছে নিয়েছিলেন কালো রঙের শাড়ি। আর তাতে ফুটিয়ে তোলা হয়েছে সোনালি রঙের জরির কাজ। এখানেই শেষ নয়, চর্চিত প্রেমিকার সঙ্গে ম্যাচিং করে কালো রঙের পাঞ্জাবি পরেছিলেন। তবে দুজনকে একসঙ্গে দেখার পর থেকে, আরও একবার বিরক্তি প্রকাশ করল হার্দিকের ভক্তরা।
আরও পড়ুন: ফের খুনের হুমকি দেওয়া হল সলমন খানকে, এবার কত টাকা দাবি করা হল?
২০২০ সালের শুরুতেই মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন হার্দিক। এরপর মাস কয়েক যেতে না যেতেই নাতাশার মা হতে চলার খবর প্রকাশ্যে আসে। ওই বছরের ৩০ জুন ফুটফুটে পুত্র সন্তানের মা হন নাতাশা। এরপর ছেলেকে নিয়েই ২০২৩ সালে বেশ ধুমধাম করে রাজস্থানে সামাজিক বিয়েটা করলেও, বছর ঘোরার আগেই আলাদা হয়ে যান। আইপিএলের সময়তেই চর্চায় আসে দুজনের দূরত্ব। এরপর বিশ্বকাপ নিয়ে ভারতে ফেরার সপ্তাহখানেকের মধ্যে যৌথ বিবৃতি দিয়ে তাঁরা জানান ডিভোর্সের কথা।
সেই সময় তাঁরা জানান, দুজনের পথ আলাদা হলেও ছেলে অগস্ত্যর সব দায়িত্ব একসঙ্গে পালন করবেন। আজকাল মাঝেমাঝেই দেখা যায় অগস্ত্য আর হার্দিককে একসঙ্গে। ডিভোর্সের পর নিজের দেশ সার্বিয়ায় ফিরে গেলেও কিছুদিন আগে মুম্বইতে ফিরে আসেন নাতাশা। তারপর থেকেই হার্দিকের প্রাক্তন স্ত্রীকে দেখা যাচ্ছে আলেকজান্ডারের আশেপাশে।
আরও পড়ুন: বাবা-ছেলেকে কাছাকাছি আনেন অর্পিতাই, ‘মাই নেম ইজ জান’ দেখলেন বিশ্বজিৎ, করলেন বউমার প্রশংসাও
খবর রয়েছে ডিভোর্সের পর হার্দিকের সম্পত্তির ৭০% -এর মালিক হয়েছেন তিনি। আর এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই অনেকে এই সার্বিয়ান মডেলকে ‘গোল্ড ডিগার’ আখ্যা দিয়ে বসেছেন। শরীরচর্চা প্রশিক্ষক আলেকজান্ডার আলেক্সের সঙ্গে এর আগে ছিল দিশা পাটানির প্রেমের খবর। যা বিশেষ করে সামনে এসেছিল, আলেকজান্ডারের হাতে থাকা টাইগারের প্রাক্তন প্রেমিকার উল্কি বা ট্যাটু দেখার পর থেকেই।