জীবনে একবার বাইক চালানো প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে। তেমনি বাইক চালিয়ে স্বপ্ন পূরণ করতে দেখা গেল বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননকে। বাইক চালিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে বাইক চালাচ্ছেন কৃতী। মাথায় হেলমেট। পরনে গলা ঢাকা সোয়েট শার্টের সঙ্গে জিন্স। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে চলছে, লাকি আলির গান ‘হেয়রত’ (Hairat)। বাইক চালিয়ে অভিনেত্রী দারুণ উচ্ছ্বসিত, তা প্রকাশ পাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, চার চাকা (গাড়ি) শরীরকে নিয়ে যেতে পেরে, দু’চাকা (বাইক) তোমার আত্মাকে নিয়ে চলে (বহন করে চলা)। ভিডিয়ো পোস্ট করতেই সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে যায়। কৃতী ভক্তরা দারুণ উচ্ছ্বসিত হয়ে পড়েন নিজেদের প্রিয় অভিনেত্রীকে এভাবে দেখে। তারকা থেকে নেটিজেন অনেকেই কমেন্ট করেছেন সেখানে। গত এক মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন কৃতী। এরপর নিভৃতবাসে থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আপাতত, নতুন বছরের শুরুতে রাজস্থানের জয়সালমেরে আগামী ছবির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত অভিনেত্রী। ‘বচ্চন পান্ডে’তে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে অক্ষয় কুমারকে। রিপোর্ট বলছে, আগামী এক মাস জয়সালমেরে শ্যুটিং চলবে ‘বচ্চন পান্ডে’র। ছবিতে অক্ষয় কুমার, কৃতী শ্যাননের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জ্যাকলিন ফেরনান্ডেজকে। এছাড়াও, আহমেদ খানের পরিচালনায় ‘হিরোপন্তি ২’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে কৃতী শ্যাননকে।