কিছুদিন আগেই দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল মল্লিক। মেয়ে হয়েছে নায়িকার। এদিন সপরিবারে তিনি কালীঘাট মন্দিরে এসেছিলেন পুজো দিতে। নায়িকাকে এক ঝলক দেখতে উপচে পড়ে ভিড়। কিন্তু, সঙ্গে তাঁর দুই সন্তানও ছিল কি এদিন?
কালীঘাট মন্দিরে কোয়েল
বুধবার সকাল সকাল কালীঘাট মন্দিরে পুজো দিতে যান কোয়েল মল্লিক। টলি অনলাইনের তরফে সেই ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে এদিন। অভিনেত্রীকে এদিন চুড়িদারেই দেখা যায়। তাঁর সঙ্গে তাঁর স্বামী নিসপাল সিং রানে ছিলেন। ছিলেন বাবা মা, অর্থাৎ রঞ্জিত মল্লিক এবং তাঁর স্ত্রী দীপা মল্লিক। দেখা যায় নিসপাল সিংয়ের বাবাকেও। পুজো দিয়ে বেরোনোর পর এদিন বর্ষীয়ান অভিনেতার গলায় দেবীর রক্তজবার মালা দেখা যায়। তাঁদের সকলের কপালেই তিলক, হাতে পুজোর ডালা ছিল।
এদিন মিতিন মাসিকে এক ঝলক দেখতে কালীঘাট মন্দির চত্বরে উপচে পড়েছিল ভিড়। এদিন সপরিবারে পুজো দিতে এলেও দুই সন্তানকে মোটেই সঙ্গে করে আনেননি কোয়েল।
কোয়েলের দ্বিতীয় সন্তান
গত বছরের মাঝামাঝি সময়ই দ্বিতীয় সন্তান আসার খবর শুনিয়েছিলেন কোয়েল। ১৪ ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তাঁর এবং নিসপাল সিং রানের ছেলে বড়। ২০২০ সালের ৫ মে জন্ম হয় কবীরের। ছেলের ৪ বছর পর দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী। ছেলে কবীরের জন্মের দিনই তাঁর নাম এবং ছবি প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। তবে মেয়ের বয়স প্রায় আড়াই মাস হতে চলল, তাও খুদের নাম কিংবা ছবি এখনও গোপনেই রেখেছেন কোয়েল। নাতনি হওয়ার পর রঞ্জিত মল্লিক সংবাদ প্রতিদিনকে জানিয়েছিলেন, 'আমার একটা খেলার সাথী বাড়ল। ফুটফুটে দেখতে হয়েছে একেবারে।'