কোয়েল মল্লিককে এখন সেই অর্থে খুব একটা ঘনঘন বড় পর্দায় দেখা না গেলেও তাঁর অনুরাগীর সংখ্যা অগুনতি। তাঁর ব্যবহার থেকে অভিনয় বারবার নজর কেড়েছে দর্শকদের। সদ্যই তিনি দ্বিতীয়বারের জন্য মা হয়🌺েছেন। দুই সন্তানের রসায়ন কেমন এদ🍨িন সেই বিষয়ে মুখ খুললেন। জানালেন দুই সন্তানকে সামলাতে গিয়েই তিনি হিমশিম খাচ্ছেন।
কী জানালেন কোয়েল?
এদিন কোয়েল টলিউডের একটি ইভেন্টে হাজির ছিলেন। সেখানেই তিনি সিটি সিনেমাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন দুই সন্তানকে সামলাতে গিয়ে কী মনে হয় তাঁর। অভিনেত্রীর কথায়, 'আমি বুঝতে না কী করে... আমার বাবারা না কতজন ভাই বোন। আমি বাবা♈কে বলি কী করে? ঠাকুমাকে আমার কোটি কোটি প্রণাম। আমি তো দুজনকে নিয়েই হিমশিম খাচ্ছি। যাঁদের ꦏবাড়িতে অনেকে আছেন, অনেক সদস্য তাঁরা কী করে হ্যান্ডেল করেন এত কিছু কে জানে।'
কিন্তু যতই হিমশিম খান না কেন জীবনের এই ফেজটা যে তিনি দারুণ উপভোগ করছেন সেটাও জানাতে ভোলেন না। জানান সন্তানদের জন্য শিখছেন নানা ধরনের জিনিসও। কোয়েলের কথায়, 'হ্যাঁ, জীবন ভীষণ ভীষণ সুন্দর হয়ে ওঠে। আমরা যেমন ছোটবেলায় হাট্টি মাটিম টিম, ইকির মিকির এসব শিখেছিলাম এখন নতুন নতুন বেবি শার্ক এসব শিখছি। মুখস্থ করতে হচ্ছে বাচ্চাকে শেখানোর জন্য। এটা একটা ব্যাপা🐓র, কিন্তু বেশ মজা লাগে।' তিনি এদিন আরও বলেন, 'কবীরের সময় অনেক কিছু মুখস্থ করে ফেলেছি তাই ছোটটার জন্য এখন নতুন করে কিছু মুখস্থ করতে হচ্ছে না। কিন্তু🧜 ওই আরও কিছু নতুন গান বেরিয়েছে ওগুলো শিখছি।'
আরও পড়ুন: বরের থেকে♛ ২৩ বছরের বেশি ছোট, সদ্যই মা হয়েছেন! দেখুন তো ছবির ছোট্ট মেয়েটাকে চিনতে প💛ারছেন?
বোনের সঙ্গে কেমন রসায়ন দাদা কবীরের? এই বিষয়ে কোয়েল জানান, 'ও না এখনও পর্যন্ত বোনকে পুতুল ভাবে। তাই জন্য না এরম এরম করে টিপতে যায়। আমি বলি না, একদম না। কিন্তু ওকে বোনকে চটকাতে দিই, কারণ আমার মনে হয় 🐬ওদের বন্ডিংটা হওয়াটা খুব জরুরি। কবীর অনেকদিন ধরে আমায় বলে যেত যে মাম্মা মাম্মা কবে? আর ও জানত, বিশ্বাস করত💧 যে বোন হবে। আমি ওকে বলতাম যে বোন হোক, ভাই হোক ভগবান যাকেই দেবেন যেন সুস্থ দেন। এটাই প্রার্থনা করতাম। কিন্তু যখন সত্যিই বোন হল ও দারুণ খুশি হয়েছিল। ওর বেশ মজায় দিন কাটছে।'