মাধ্যমিক চলছে। চলছে অন্যান্য বোর্ডের ক্লাস ১০ এর পরীক্ষাও। এমন সময় ফিরে দেখা যাক বাংলার অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কিরণ দত্ত মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন। কেমন ছাত্র ছিলেন।
আরও পড়ুন: 'কাল একটা বড় দিন আমার জন্য' রান্নাবাটির শ্যুটিং শুরু করেও চালচিত্র নিয়ে কোন আপডেট দিলেন প্রতীম?
মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন কিরণ দত্ত?
কিরণ দত্ত তাঁর মাধ্যমিকে বাংলা এবং ভূগোলে A পেয়েছিলেন। ইতিহাসে A+, এবং বাকি সবেতেই AA। নম্বরের ক্ষেত্রে দেখতে গেলে বাংলায় ২০০ তে ১৪৫, ইংরেজিতে ৯০, অঙ্কে ৯৮, ফিজিক্যাল সায়েন্সে ৯৭ নম্বর পেয়েছিলেন। জীবন বিজ্ঞানে পেয়েছিলেন ৯৪, ইতিহাসে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৮৪। আর ভূগোলে পেয়েছিলেন ৬৬। ফলে তাঁর ওভারঅল রেজাল্ট যে আউটস্ট্যান্ডিং ছিল সেটা বলাই যায়। তবে তিনি নিজেই জানিয়েছিলেন মাধ্যমিকের রেজাল্ট দুর্দান্ত হলেও উচ্চমাধ্যমিকের রেজাল্ট অত ভালো হয়েছিল না।
আরও পড়ুন: রজনীকান্ত - ঐশ্বর্যর রোবট ছবিটির গল্প আসলে 'টোকা'! পরিচালকের ১০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
সেই বিষয়ে তিনি জানিয়েছিলেন প্রেমিকা হওয়ার পর পাখনা ডানা গজিয়ে যায় তাঁর। সঙ্গে শর্ট ফিল্ম বানাতেন, গান গাইতেন, সেসব করেই রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছিল তাঁর। তবে সেবারও স্টার পেয়েই পাশ করেছিলেন তিনি। বেছে নিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং। তবে শেষ পর্যন্ত হন কনটেন্ট ক্রিয়েটর। শুধু তাই নয়, তিনি বাংলার অন্যতম পুরনো, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। যদিও তিনি নিজের নামের থেকে বেশি তাঁর পোশাকি নাম বং গাই হিসেবেই বেশি চেনেন।
রেজাল্ট প্রসঙ্গে নিজেই কিরণ তাঁর মার্কশিটের ছবি পোস্ট করে লিখেছিলেন, 'যে কোনও ফিল্ডে কাজ করো না কেন বেসিক শিক্ষা খুব জরুরি। অন্য কিছু করতে চাইলে পড়তে হয় না এটা ভুল। আবার রেজাল্টের জন্য ভেঙে পড়া বা নিজেকে কম ভাবা সেটাও ঠিক না। নিজের উপর বিশ্বাস থাকলে কেউ আটকাতে থাকবে না।'
আরও পড়ুন: খালি গণসঙ্গীত নয়, ক্লাসিক্যালেও সমান দক্ষ সারেগামাপার আরাত্রিকা! ফিনালের আগে ভাইরাল পুরনো ভিডিয়ো