বাংলা নিউজ > বায়োস্কোপ > 'খোলা জায়গাতেও যে দমবন্ধ লাগতে পারে সেটা সৃজিত দেখাল', সত্যি বলে সত্যি কিছু নেই প্রসঙ্গে কেন এমন বললেন অনির্বাণ?

'খোলা জায়গাতেও যে দমবন্ধ লাগতে পারে সেটা সৃজিত দেখাল', সত্যি বলে সত্যি কিছু নেই প্রসঙ্গে কেন এমন বললেন অনির্বাণ?

Anirban Chakrabarti Exclusive: আর ২৪ ঘণ্টাও বাকি নেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি মুক্তি পেতে। তার আগে এই ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা থেকে রাজু দা বিতর্ক নিয়ে খোলামেলা আড্ডায় হিন্দুস্থান টাইমস বাংলাকে কী জানালেন অনির্বাণ চক্রবর্তী?

সত্যি বলে সত্যি কিছু নেই-র শ্যুটিংয়ের দুঃসহ অভিজ্ঞতার গল্প শোনালেন অনির্বাণ

আর ২৪ ঘণ্টাও বাকি নেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি মুক্তি পেতে। তার আগে এই ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা থেকে রাজুদা বিতর্ক সহ অন্যান্য কাজ নিয়ে খোলামেলা আড্ডায় হিন্দুস্থান টাইমস বাংলাকে কী জানালেন অনির্বাণ চক্রবর্তী?

এক রুকা হুয়া ফ্যায়সলা ছবির অবলম্বনে তৈরি হয়েছে সত্যি বলে সত্যি কিছু নেই, কিন্তু ট্রেলার দেখে তো ঠিক কোর্টরুম ড্রামা মনে হচ্ছে না। সেটা কি ঠিক?

অনির্বাণ: হ্যাঁ, ঠিকই। আসলে অরিজিন্যাল টেক্সট যেটা, সেখানে একটা কেস নিয়ে সিদ্ধান্তে আসার জন্য ১২ জন্য জুরি সদস্যকে ডাকা হয় যাতে তারা এটা নিয়ে আলোচনা করে একটা কমন সিদ্ধান্তে আসতে পারে যে রায় কী হবে। ভারতে তো জুরি ব্যবস্থা নেই। এখানে তাই ওই জুরি ব্যাপারটা দেখালে সেটা বিশ্বাসযোগ্য হতো না। সেজন্য সৃজিত এটাকে অন্যভাবে অ্যাডাপ্ট করেছে। আসল টেক্সটে যে কেস আছে, সেটা নিয়েই কথা হচ্ছে এখানেও, কিন্তু ১২ জন জুরি সদস্যের বদলে ১২ জন বিভিন্ন ধরনের মানুষকে নেওয়া হয়েছে যাঁদের ভাষা আলাদা, পেশা আলাদা, রাজনীতির বোধ আলাদা, সংস্কৃতির পার্থক্য আছে, পুরুষ-মহিলা আছে। যতরকম ভাবে আলাদা করা যায় আর কী, যাতে বিভিন্ন রকমের মত উঠে আসতে পারে এবং সেগুলোতে ক্ল্যাশ হতে পারে। সেটাই ও করেছে।

আরও পড়ুন: ঢেউয়ে চেয়ার উল্টে গেছিল, সেটা তোলার পর দেখা গেল তার নিচে কাঞ্চনদা: সুহোত্র

আপনার চরিত্রটা নিয়ে যদি জানান।

অনির্বাণ: আমার চরিত্রের নাম গৌরাঙ্গ আগরওয়াল। নাম শুনেই বুঝতে পারছেন অবাঙালি। পেশায় ব্যবসায়ী। নিজেকে তিনি কলকাতার মানুষ বলেই মনে করেন, কিন্তু তাঁর অরিজিন আলাদা, সংস্কৃতি আলাদা, বাংলা ভাষাটাও রপ্ত করতে পারেননি পুরোপুরি। নিজেকে সে আলাদা রাখতে চায় এমনটা নয়, আবার চেষ্টা করার পরও বাঙালি হয়ে উঠতে পারেনি।

একসঙ্গে ১২ জন মিলে কাজ করলেন। শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন?

অনির্বাণ: অনন্যা চট্টোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়া এখানে বাকি সবার সঙ্গে আমি এর আগে অভিনয় করেছি। এখানে আমাদের রোজকার শ্যুটিংয়ের অভিজ্ঞতার থেকে একেবারে আলাদা পদ্ধতি শ্যুটিং হয়েছিল। সৃজিত বলেছিল এই পুরো জিনিসটার রিহার্সাল করে নিতে। নাটকের মতো পুরো সিন সিনেমায় রিহার্সাল হয় না। যখন যে সিনের শ্যুট হয় তখন সেই সিনে যাঁরা আছেন তাঁরা আলোচনা করেন বা কথা বলে নেন। কিন্তু সিনেমার স্ক্রিপ্ট ধরে রিহার্সাল হয় না। সৃজিত সেটায় জোর দিয়েছিল। আমাদের যেহেতু এটা অভ্যাসের বাইরে, তাই শুরু শুরুর দিকে মনে হতো আবার কয়েকটা দিন এক্সট্রা বার করতে হবে, বা এটা না করলে কী হতো। কিন্তু শ্যুটিংয়ে গিয়ে বুঝলাম ও যে পদ্ধতিতে শ্যুট করবে ভেবেছিল সেটার জন্য এই রিহার্সাল দরকার ছিল। একটা গোটা সিন আমরা একবারে শ্যুটিং করেছি। আমার হয়তো একটা সংলাপ আছে গোটা সিনে কিন্তু তাও ফ্লোরে থাকতে হতো। ১২ জন সবসময় একসঙ্গে ফ্লোরে থাকতাম। পদ্ধতিগুলি নতুন ছিল, কিন্তু রিহার্সাল হয়েছিল বলে আমরা সবাই মোটামুটি তৈরি ছিলাম। শ্যুটিংয়ের অভিজ্ঞতা খুবই ভালো।

সুহোত্রর থেকে শুনলাম কিছু ক্ষেত্রে বেশ কষ্ট হয়েছে, সমুদ্রে শ্যুটিংয়ের ক্ষেত্রে আবার নানা মজার ঘটনাও ঘটেছে।

অনির্বাণ: হ্যাঁ, শ্যুটিংয়ের সময় খুবই কষ্ট হয়েছে, তখন একদমই ভালো লাগছিল না। প্রচণ্ড গরম ছিল তখন। টানা দুদিন গলফ কোর্সে শ্যুটিং হয়েছিল, ওই দুদিন যতক্ষণ রোদ আছে, ততক্ষণ লাঞ্চের সময়টুকু বাদ দিয়ে বাইরে ঠায় ১২ জনকে থাকতে হয়েছে। কখনও গড়িয়াহাট ব্রিজে সারারাত শ্যুট করেছি। সমুদ্রের উপর বা জঙ্গলের মধ্যে করেছি শ্যুটিং। থিয়েটারের মধ্যে শ্যুট করেছি। খুব সমস্যাজনক ছিল। কোনওটাই খুব সুখকর হয়নি। একমাত্র যেদিন এসি থিয়েটারে শ্যুটিং হয় সেদিন মনে হয়েছিল একটা বিরাট কিছু অর্জন করে ফেলেছি। এত এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে তখন যাচ্ছিলাম থিয়েটার হলের শ্যুটিংটা স্বস্তিদায়ক ছিল। আর....

আরও পড়ুন: সত্যি বলে সত্যি কিছু নেই এর সেটে ভয়ে ভয়ে থাকতেন সৌরসেনী! কাকে নিয়ে বললেন, '...ভুল করলেই যদি অপমান করে?

কী?

অনির্বাণ: সমুদ্রে যখন শ্যুটিং হয় তখনও খুব গরম। খুব রোদ, নোনা আবহাওয়া। তার মধ্যে সারাদিন বসে থাকতে হতো। সৃজিত চেয়েছিল যাতে আমাদের বারোটা চেয়ার কোমর অবধি জলে থাকে। যখন শ্যুট শুরু করতাম সকালে তখন পাড়ের কাছে জল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র পিছিয়ে যেত, আমরাও চেয়ার নিয়ে এগোতাম। সে মাঝ সমুদ্রে চলে যাওয়ার মতো অবস্থা। মাঝে মাঝে বড় বড় ঢেউ আসত, চেয়ার উল্টে যেত। যাঁদের ওজন কম তাঁরা কেউ ভেসে যেত, তো কারও চেয়ার উল্টে যেত, তার তলা থেকে কাউকে পাওয়া যেত। কাঞ্চনকে অমন পাওয়া গেছিল। রাহুল ভেসে যাচ্ছিল। কারও আবার চেয়ার ডেবে যাচ্ছিল বালিতে। একটা সময় আমরা ডেসপারেট হয়ে গেছিলাম যে যা হয় হোক, আর কত হবে, হোক। ওটাই শ্যুটিংয়ের লাস্ট ফেজ ছিল, দুর্দান্ত কষ্ট হয়েছিল। এখন দেখে ভালো লাগছে, যখন ডাবিং করতে গেছিলাম, দর্শকদেরও ভালো লাগবে আশা করি। কিন্তু আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল।

সত্যি বলে সত্যি কিছু নেই কথায় বিশ্বাস করেন?

অনির্বাণ: হ্যাঁ, বিশ্বাস করি। সত্যি ব্যাপারটা আপেক্ষিক। ছোটবেলায় ‘সত্যি’ নিয়ে আমাদের এক রকম ধারণা ছিল। পরে, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বুঝেছি একই ঘটনার আলাদা আলাদা দেখার দিক হতে পারে। আর যে যেভাবে দেখছে সেটাই তার কাছে সত্যি হতে পারে। ধ্রুব সত্য বলে কিছু জিনিস হয়। সব জিনিস হয় না।

আপনার কাছে ধ্রুব সত্য কী?

অনির্বাণ: জন্ম যদি হয়, মৃত্যু হবেই। মাঝে জীবনে অনেক কিছু আমরা টার্গেট করতে পারি, আকাঙ্খা হতে পারে। সেগুলো ঘটতে পারে, নাও পারে। নিশ্চিত নয়। কিন্তু তুমি চাও, বা না চাও সেটা হবেই, বা একমাত্র নিশ্চিত জিনিস হল মৃত্যু। নশ্বর না কিছু। যার সৃষ্টি আছে, তার বিনাশ আছে। মানুষের তৈরি কিছুও চিরকাল থাকে না।

পরিচালকের সঙ্গে সত্যি বলে সত্যি কিছু নেই-র টিম

অপরিচিত নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? একেনেরও তো ট্রেলার বেরিয়ে গেছে। রেসপন্স কেমন?

অনির্বাণ: অপরিচিত ছবিটা খুব কম হলে রিলিজ হয়েছে, কম শো পেয়েছে। অদ্ভুত শোটাইম পেলে দর্শকরা দেখবেন কী করে। খুব বেশি মানুষ জানতেও পারেননি। তবে যাঁরা দেখেছেন তাঁদের ফিডব্যাক কিন্তু খুব ভালো। এটা থ্রিলার হলেও ধীর গতির, বা গল্পটাও আলাদা সেই হিসেবে দর্শকদের ভালো লেগেছে। পুরোপুরি একেনের ট্রেলার দর্শকদের ভালো লেগেছে। এই সিরিজের একটা আলাদা অনুরাগী আছেন। সেই জন্যই ৬ বছরে ১০ নম্বর কাজ আসছে একেন বাবুর। আমি জানি ২৩ তারিখ এটা রিলিজ করবে, আর তার পরের দিনই দর্শকরা জিজ্ঞেস করবেন পরের সিজন কবে আসবে? সেটা খুবই আনন্দের আমাদের জন্য। সত্যি বলে সত্যি কিছু নেই নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ আছে যে কীভাবে অ্যাডাপ্ট করা হয়েছে বিষয়টা। মূল যে টেক্সট সেটা একটা ঘরের মধ্যে ঘটে, আর সেটা দমবন্ধকর একটা জায়গা। কিন্তু খোলা জায়গায় থেকেও তো দমবন্ধ লাগতে পারে সেটা কিন্তু এই ছবিতে আছে। এটা একটা অদ্ভুত বৈপরীত্য যেটা সৃজিত দেখাতে পেরেছে যে খোলা জায়গাতেও পরিস্থিতির জন্য দমবন্ধ লাগতে পারে।

রাজু দাকে নিয়ে যে বিতর্ক সেটা....

অনির্বাণ: অনেকেই না জেনে বলেছেন ‘কেন ওকে সিরিজে নেওয়া হল’, ‘কেন এমন হল?’ পরে যখন জানলেন এটা প্রমোশন তখন কেউ সমর্থন করেন, কেউ আবার বিরোধিতা করেন। কিন্তু প্রমোশন তো যাঁরা ট্রেন্ডিংয়ে থাকেন, পরিচিত হন তাঁদের দিয়েই করানো হয়। আমরা তো বিভিন্ন ছবির প্রচারের জন্য বিভিন্ন ক্যাফেতে যাই, সেখানকার মালিকের সঙ্গে কখনও আলাপ করাই, সেই ক্যাফের কথা বলি। তাহলে একজন মানুষ যিনি রাস্তায় কচুরি বিক্রি করেন তাঁকে দিয়ে কেন প্রচার করানো যাবে না? তিনি তো তাঁর নিজের পরিচয়েই প্রচার করেছেন। তিনি পরোটা বিক্রেতা রাজুদা, প্রমোশনেও তাই আছেন, আলাদা কোনও চরিত্রে তো অভিনয় করেননি। এতে এত গেল গেল করার কি আছে সেটাই বুঝিনি। আর তাঁকে তো ভাইরাল জনগণই করেছে।

আরও পড়ুন: পারফর্ম করতে উঠে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মোনালি, ভর্তি করতে হয় হাসপাতালেও! কেমন আছেন এখন?

  • বায়োস্কোপ খবর

    Latest News

    অনিল কুম্বলে ধরালেন KKR টিম ম্য়ানেজমেন্টের ভুল! শাহরুখ খান এখনও হালছাড়তে নারাজ নিয়ন্ত্রণ হারিয়ে বাস সরাসরি ঢুকল সেলুনে, মহিষাদলে তুলকালাম কাণ্ড, আহত ২০ অক্ষয় তৃতীয়ায় এই ৩ কাজ করলে ডেকে আনবেন দুঃসময়, অভাব অনটনে হবেন জর্জরিত তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারতীয় কূটনীতিকের, পহেলগাঁও নিয়ে কথা হল? পাকিস্তানের বিরুদ্ধে ICC টুর্নামেন্টও খেলা উচিত নয় ভারতের- ক্ষোভ উগরালেন আজহার পহেলগাঁও হামলার পর গুগলে কোন কোন ছবির খোঁজ করছেন নেটিজেনরা, তালিকায় আছে কে কে? ৪৮-এর উদযাপনে ব্লু থিমের পার্টি, বৈশাখীর জন্মদিনে TMC নেতাদের ভিড়! কে কে এলেন? ওআরএস কিনতে গিয়ে ঠকছেন না তো? কী কী দেখে কিনবেন? বাড়িতে বানাবেন কীভাবে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত, কত কোটি লাগছে? বড় চুক্তি ফ্রান্সের সঙ্গে ‘সবাই আসছেন, শুধু আমার ছেলের কোনও খবরই আসছে না!’ বুকভরা আক্ষেপ পূর্ণমের বাবার

    Latest entertainment News in Bangla

    পহেলগাঁও হামলার পর গুগলে কোন কোন ছবির খোঁজ করছেন নেটিজেনরা, তালিকায় আছে কে কে? শাহরুখ বাড়ি ছাড়ায় কমেছে ব্যবসা! মন্নতের বাইরে দোকানদারদের কপালে চিন্তার ভাঁজ 'ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু...', অক্ষয়কে কেন ‘বন্ধু’ বলতে আপত্তি পরেশের? বিয়ের ৭ বছর পরেও বিরাটের সঙ্গে মজবুত সম্পর্কের রহস্য কী? নিজেই ফাঁস করেন অনুষ্কা মুকুলকে সঙ্গে নিয়ে যকের ধন খুঁজতে সোনার কেল্লায় পরমব্রত-কোয়েলরা! কবে মুক্তি? সুপ্রিম কোর্টে মিলল বড় স্বস্তি, এবার পাসপোর্ট ফেরত পাবেন রণবীর আল্লাহাবাদিয়া গান ভুলে হাতা-খুন্তিতে মন রূপঙ্করের, কে কে আসছেন রান্নাঘরের বৈশাখী আড্ডায়? লরির দালালি করে, প্রায় না খেতে পেয়ে দিন কাটাচ্ছেন লোকেশ? কী জানালেন অভিনেতা? বরের বুকে মাথা রেখে আদর মাখা পোস্ট ইমনের! কীভাবে হয় দু'জনের প্রেম? 'এই সিদ্ধান্ত নেওয়াই...', পহেলগাঁও হামলার জেরে কোন কঠিন সিদ্ধান্ত নিলেন সলমন?

    IPL 2025 News in Bangla

    অনিল কুম্বলে ধরালেন KKR টিম ম্য়ানেজমেন্টের ভুল! শাহরুখ খান এখনও হালছাড়তে নারাজ বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির হারের জন্য দায়ী কে? কী বললেন DC মেন্টর পিটারসেন? টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি… প্লে-অফে ওঠার আশা শেষ হওয়ার আগেই হাল ছেড়েছে RR বুমরাহ উইকেট নিলেও ছেলে অঙ্গদ গম্ভীর কেন? হাসাহাসি করায় নেটপাড়াকে একহাত সঞ্জনার শুধু RCB, GT নয় IPL 2025-এর প্লে-অফে উঠতে পারে CSK, KKR! শেষ ৪ ওঠার সম্ভাবনা কত? ভারতের T20I দলে ফিরবেন কেএল রাহুল.. গম্ভীর-আগরকরকে বিশেষ পরামর্শ দিলেন পিটারসেন টি-টোয়েন্টি এতটাও সহজ নয়… সমালোচকদের জবাব দিয়ে ক্রুণালের প্রশংসায় কোহলি বুমরাহর বলে ছক্কা হাঁকিয়ে বিষ্ণোইয়ের খোঁচা দেওয়া সেলিব্রেশন! দেখে কী করলেন পন্ত? DC vs RCB ম্যাচের মাঝেই কেএলের সঙ্গে উত্তেজিত ভাবে ঝগড়া শুরু করেন কোহলি- ভিডিয়ো ওয়াংখেড়েতে LSG-কে হারিয়ে ইতিহাস গড়ল MI! IPL-এ ১৫০তম জয়ের মাইলফলক ছুঁলো

    Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
    প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ
    caco88