গত ১৭ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাওয়াতের 'ইমার্জেন্সি'। মুক্তির পর শুরুতে বক্স অফিসে মন্দ ফল করেনি কঙ্গনার এই ছবি। তবে শুরুর দিকে জাঁকিয়ে ব্যবসা করলেও এবার অনেকটাই কমেছে ছবির আয়। মুক্তির ১১ দিনের মাথায় কত আয় করেছে ইমার্জেন্সি?
জানা যাচ্ছে, ছবির মুক্তির ১১ দিনের মাথায় ৮২ শতাংশ কমেছে 'ইমার্জেন্সি'র আয়। এমনকি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনও ছবির আয় মন্দ হয়নি। সেদিন ছবির আয় ছিল দেশিয় বক্স অফিসে মাত্র ১.১৫ কোটি টাকা। এরপর সোমবার কঙ্গনার ছবির আয় অনেকটাই পড়ে যায়, দাঁড়ায় মাত্র ২০ লক্ষ। অর্থাৎ এদিন কোটির দোরগোড়া থেকে বহু দূরে ছিল এই ছবির আয়।
Sacnilk-এর রিপোর্ট অনুসারে ইমার্জেন্সি ছবির বাজেট ছিল প্রায় ১০০ কোটি। অথচ মুক্তির পর ১১ দিনের মাথায় এই ছবির আয় দাঁড়িয়েছে মাত্র ১৬.৯০ কোটি। অর্থাৎ ১০০ কোটি বহু দূর, ৫০ কোটির ধারেকাছেও নেই কঙ্গনার এই ছবি।
আরও পড়ুন-সইফের হামলায় নারী যোগ! এরাজ্যের নদিয়া থেকে গ্রেফতার ১ মহিলা