১৫ অক্টোবর শহরের বুকে পুজো কার্নিভাল হওয়ার কথা। অন্যদিকে প্রায় ২৫০ ঘণ্টা ধরে অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কেউ কেউ ভর্তি হয়েছেন হাসপাতালে। এমন অবস্থায় কার্নিভালের বিরোধিতা করেছেন অনেকেই। বরং যোগ দিয়েছেন দ্রোহের উৎসবে। সেখানে দেখা মিলল দেবলীনা দত্ত, চৈতি ঘোষালদের।
আরও পড়ুন: এভিলিনের মৃত্যুর পর ফের কন্যা সন্তানের বাবা হয়েছেন কাবো, ছবির সঙ্গে নামও প্রকাশ্যে আনলেন নাকি?
কী ঘটেছে?
আরজি করের নির্যাতিতার দ্রুত বিচার সহ ১০ দফা দাবি জানিয়ে অনশন করছেন ৭ জুনিয়র ডাক্তার। যদিও সোমবার রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন যে তাঁদের ৭ দফা দাবি মেনে নেওয়া হয়েছে, তাঁরা যেন অনশন তুলে নেন। কিন্তু রাজি হননি তাঁরা। অন্যদিকে পুলস্ত্য, তনয়ারা হাসপাতালে ভর্তি। এমন অবস্থায় জুনিয়র ডাক্তাররা রাজভবন অভিযানে যান। অন্যদিকে অনশন মঞ্চের সামনে চলে দ্রোহের উৎসব।
১৫ অক্টোবর পুজো কার্নিভাল হবে শহরের বুকে। সেটার বিরোধিতা হিসেবে চলছে দ্রোহের উৎসব। আর এদিন তাতেই অংশ নিলেন দেবলীনা দত্ত, চৈতি ঘোষালরা। তাঁদের অনশন মঞ্চের সামনে গিয়ে গান গাইতে দেখা যায়। কখনও কারার ঐ লৌহ কপাট কখনও আগুনের পরশমণি গাইতে শোনা যায়। বাদ যায়নি পথ আঁকাও। ডাক্তারদের শরীরের কী অবস্থা সেটাও ভিডিয়োতে তুলে ধরা হয়েছে।
এদিন এই ভিডিয়ো পোস্ট করে দেবলীনা দত্ত লেখেন, 'উৎসব চলছে, চলবে।' কমেন্ট বক্সেও ওঠে উই ওয়ান্ট জাস্টিস রব।