1 মিনিটে পড়ুন Updated: 06 May 2023, 11:27 AM ISTRanita Goswami
গৃহপ্রবেশের ছবি দিয়ে সানায়া লিখেছেন, 'নতুন বাড়ি'। প্রসঙ্গত, সানায়া মূলত দিল্লিরই বাসিন্দা। সেখানেই তাঁর পড়াশোনা ও বড় হয়ে ওঠা। তবে বর্তমানে কাজের সূত্রে এখন প্রায়ই তাঁকে মুম্বইতে থাকতে হয়।
সানায়া মালহোত্রা, অভিনেত্রী
২০১৬ সালে 'দঙ্গল' দিয়ে শুরু, অল্প সময়ের মধ্যেই অভিনেত্রী হিসাবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন সানায়া মলহোত্রা। খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি 'কাটহাল'। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। তারই মাঝে নতুন সুখবর দিলেন সানায়া মালহোত্রা।
কী সেই সুখবর?
দিল্লি সংলগ্ন গুরুগ্রামে ৪ কামরার নতুন বাড়ি কিনেছেন সানায়া মালহোত্রা। সম্প্রতি সেই বাড়িরই গৃহপ্রবেশ করেছেন অভিনেত্রী। তারই এক ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সবুজ গর্জাস ব্লাউজের সঙ্গে সাদা শাড়িতে দেখা গিয়েছে সানায়াকে। মাথায় ঘট নিয়ে গৃহপ্রবেশ করেছেন তিনি। ছবি শেয়ার করে সানায়া লিখেছেন, 'নতুন বাড়ি'। প্রসঙ্গত, সানায়া মূলত দিল্লিরই বাসিন্দা। সেখানেই তাঁর পড়াশোনা ও বড় হয়ে ওঠা। তবে বর্তমানে কাজের সূত্রে এখন প্রায়ই তাঁকে মুম্বইতে থাকতে হয়।