বাংলা নিউজ > বায়োস্কোপ > Chris Martin-Maha Kumbh: গেরুয়া বসন, বান্ধবী ডাকোটাকে নিয়ে কুম্ভমেলায় কোল্ডপ্লে-র গায়ক ক্রিস মার্টিন
কনসার্ট করতে এসে ভারত সফর জমিয়ে উপভোগ করছেন কোল্ডপ্লের সহ-প্রতিষ্ঠাতা ও গায়ক ক্রিস মার্টিন ও তাঁর বান্ধবী, হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। রবিবার আহমেদাবাদে তাঁদের শেষ কনসার্ট করেছে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। আর কনসার্ট শেষ হতেই মহাকুম্ভ মেলায় হাজির গায়ক ক্রিস ও তাঁর বান্ধবী ডাকোটা।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পৌঁছেও গিয়েছেন ক্রিস মার্টিন ও ডাকোটা জনসন। সংবাদ সংস্থা ANI-এ উঠে এসেছে সেই ভিডিয়ো। গেরুয়া রঙের পোশাক পরে মহাকুম্ভে পৌঁছে যেতে দেখা গিয়েছে এই দুই আন্তর্জাতিক তারকাকে। মহাকুম্ভ মেলায় ভিড়ের মধ্যে দিয়ে গাড়িতে করে যেতে দেখা গিয়েছে ক্রিস মার্টিন ও ডাকোটা জনসনকে।
আরও পড়ুন-সইফের হামলায় নারী যোগ! এরাজ্যের নদিয়া থেকে গ্রেফতার ১ মহিলা