ব্যক্তিগত জীবনকে চিরকালই লুকিয়ে রাখতেই পছন্দ করেন শ্রদ্ধা কাপুর। বলিউডের বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তারপরে নস্যাৎ করে দেন অভিনেত্রী নিজেই। তবে গত বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল, স্ক্রিপ্ট রাইটার রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল রাহুল এবং শ্রদ্ধার মোবাইল স্টোরে দাঁড়িয়ে থাকার একটি ভিডিয়ো।
‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার সেট থেকে আলাপ হয়েছিল শ্রদ্ধা এবং রাহুলের। স্ক্রিপ্ট রাইটার রাহুলের সঙ্গে তখন থেকেই বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায় শ্রদ্ধার। শ্রদ্ধা ও রাহুলের সম্পর্কে সিলমোহর পড়ে যায় যখন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানে একসঙ্গে আসেন শ্রদ্ধা এবং রাহুল।
তবে রাহুল এবং শ্রদ্ধার প্রেমের গুঞ্জনে জল পড়ে যায় যখন শ্রদ্ধা বারবার রাহুলকে আনফলো করতে থাকেন। যদিও রাহুল একবারও শ্রদ্ধাকে আনফলো করেননি। সোশ্যাল মিডিয়া জুড়ে ফের দুজনের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এত কিছুর মধ্যে একবারও মুখ খোলেন না শ্রদ্ধা বা রাহুল কেউই। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে শ্রদ্ধার ‘লাভ লাইফ’ সম্পর্কে আরও একবার চর্চা শুরু হয় নেট দুনিয়ার বাসিন্দাদের মধ্যে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, শ্রদ্ধা এবং রাহুল একটি মোবাইল স্টোরে এসেছেন। খুব স্বাভাবিকভাবেই মোবাইল নিয়ে আলোচনা করতে দেখা যায় এই তারকা জুটিকে। খুব স্বল্পক্ষণের এই ভিডিয়োয় দেখা যায়, শ্রদ্ধা পরে রয়েছেন একটি সাদা রঙের টপ এবং নীল রঙের প্যান্ট। রাহুল পরে রয়েছেন একটি ধূসর রঙের জামা।
আরও পড়ুন: জেলে বসেই জ্যাকলিনকে বড়দিনে আস্ত আঙুর বাগান উপহার সুকেশের! চিঠিতে লিখলেন....
আরও পড়ুন: ‘আগে ওজন কম করো…’ বনি কাপুরকে কেন এমন বলতেন স্ত্রী শ্রীদেবী? কী জানালেন প্রযোজক?
তবে এই প্রথম নয়। এই মাসের প্রথম দিকেই শ্রদ্ধার পোস্ট করা একটি ছবি দেখে শ্রদ্ধা এবং রাহুলের সম্পর্কের কথা আরও একবার জানতে পারেন সকলে। গাড়িতে বসে একটি বড়া পাও হাতে করে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, বড়া পাও- এর জন্য আমি তোমাকে সবসময় ধমক দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে কিশোর কুমারের একটি ক্লাসিক গানও শুনতে পাওয়া যায় ওই পোস্টে।