আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপরই নটী বিনোদিনীর জীবনের অজানা কাহিনি নিয়ে বড় পর্দায় আসছেন রুক্মিণী মৈত্র। কিন্তু বিনোদিনীকে যিনি বিনোদিনী করে তুলেছিলেন সেই গিরীশ ঘোষ বা রাঙাবাবু, এঁদের চরিত্রে কারা সেটাই এদিন প্রকাশ্যে আনল প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন: 'তুমি সুপারস্টার', সমালোচনা নয়, রোহিতের প্রশংসা প্রাপ্য 'নিঃস্বার্থ' ভাবে দলের কথা ভাবার জন্য! দাবি ফারহানের
বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির মোশন পোস্টার
রবিবার, ৫ জানুয়ারি দুপুরে মুক্তি পেল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড প্রযোজিত ছবি বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির নতুন মোশন পোস্টার। সেখানেই বিনোদিনী সহ দেখা মিলল গিরীশ ঘোষ এবং রাঙাবাবুর। এই দুই চরিত্রে কারা ধরা দেবেন সেটাও প্রকাশ্যে এল।
কিছুদিন আগেই ১ জানুয়ারি, কল্পতরু উৎসবের দিন জানানো হয় এই ছবিতে রামকৃষ্ণ পরমহংস দেবের চরিত্রে ধরা দেবেন চন্দন রায় সান্যাল। এবার জানা গেল গিরীশ ঘোষের চরিত্রে থাকবেন অভিনেতা ,পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে রাঙাবাবুর চরিত্রে থাকবেন রাহুল বসু।
মোশন পোষ্টারের পিছনে দেখা যাচ্ছে বিনোদিনী, গিরীশ ঘোষ এবং রাঙাবাবুকে। আর সামনে রয়েছে মঞ্চে চৈতন্যদেবের লুকে নটীর বিনোদিনী। আর সামনে বসে দর্শকরা।
এই মোশন পোস্টার পোস্ট করে এদিন লেখা হয়, 'বঙ্গ রঙ্গ মঞ্চের কিংবদন্তী অভিনেত্রী বিনোদিনী দাসীর জীবন কাহিনী নিয়ে আপনাদের কাছে আসছি জানুয়ারি ২৩ তারিখ। বিনোদিনী - একটি নটীর উপাখ্যান আমাদের বিনম্র নিবেদন সেই কিংবদন্তী অভিনেত্রীর উদ্দেশ্যে।'
বিনোদিনী একটি নটীর উপাখ্যান প্রসঙ্গে
আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।