Alia Bhatt at Gucci show: আলিয়ার জয়জয়কার! এবার গুচির ক্রুজ শোয়ে হাজির ‘গাঙ্গুবাই’ Updated: 14 May 2024, 04:55 PM IST Simli Lahiri Dasgupta মেট গালা ২০২৪ এ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি যে লুক সকলের মন জয় করেছে তা আলিয়া ভাটের। ডিজাইনার সব্যসাচী মুখার্জী সাজিয়েছেন তাকে। আর তার দুদিনের মধ্যেই উড়ে গেলেন বিদেশী ব্র্যান্ড গুচির শোয়ে, নজর করলেন আবারও।