'স্কাই ফোর্স'-এর বক্স অফিস কালেকশন নিয়ে নির্মাতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা। অভিযোগ, সিনেমাহল বুকিং করে রেখে কৃত্রিমভাবে ছবির বক্স অফিস কালেকশন বাড়ানো হচ্ছে। অক্ষয় কুমারের স্কাই ফোর্সের বক্স অফিস রিপোর্ট তাই কতটা সঠিক তা নিয়ে তাই প্রশ্ন উঠছে। যদিও কোমল নাহাতার অভিযোগ অস্বীকার করেছেন 'স্কাই ফোর্স' পরিচালক।
'স্কাই ফোর্স' ও 'ছাবা'
একটি ভিডিওতে বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা অভিযোগ করেছেন, অক্ষয় ও বীর পাহাড়িয়া অভিনীত 'স্কাই ফোর্স' ছবির নির্মাতারা সিনেমার দারুণ একটা বক্স অফিস রিপোর্ট তুলে ধরার জন্য সিনেমাহলগুলি নিজেরাই বুকিং করে রেখেছেন। একইভাবে ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানা অভিনীত ম্যাডক ফিল্মসের আরেক প্রযোজনা 'ছাবা'র বিরুদ্ধেও একই অভিযোগ এনেছিলেন কোমল।
আরও পড়ুন-বউ আলিয়া ও মেয়ে রাহাকে বিলাসবহুল বেন্টলি গাড়িতে কোথায় চললেন রণবীর? এই গাড়ির দাম জানেন?
কী বলছেন ‘স্কাই ফোর্স’ পরিচালক সন্দীপ কেউলানি?
সম্প্রতি নিউজ ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক সন্দীপ কেওলানি ম্যাডক ফিল্মস-এর দুটি ছবির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যে একটি ছবির বক্স অফিস কালেকশন দীর্ঘমেয়াদী ক্ষেত্রে অপ্রাসঙ্গিক।